উত্তর পাকিস্তানের গিলগিত থেকে চীনের সিনচিয়াংয়ের কাশি পর্যন্ত স্থায়ী সড়ক পথের যাত্রিবাহী লাইন ১৫ জুন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । এটা পাকিস্তান ও চীনের মধ্যে চালু প্রথম যাত্রিবাহী লাইন ।
পাকিস্তানের সংবাদ মাধ্যমেরখবরে প্রকাশ, পরিবহনমন্ত্রী শামিম সিদ্দিকি ও উত্তর পাকিস্তান অঞ্চলের প্রশাসক তাহির ইকবাল গিলগিত শহরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । উত্তর পাকিস্তানের আঞ্চলিক প্রশাসনেরপ্রতিনিধি, পাকিস্তানের শিল্প-বাণিজ্য সমিতির প্রতিনিধি ও তথ্যমাধ্যমের প্রতিনিধিরা সহ মোট ১৮জন প্রথম বাসে করে কাশিতে যান ।
জানা গেছে , দিনে একবার করে যাত্রিবাহীবাস আসা যাওয়া করবে । গোটা পথ অতিক্রম করতে ১৪ ঘন্টা লাগে । একবার আসতে বা যেতে ৪৩ মার্কিন ডলার লাগে এবং প্রতিটি যাত্রী ২০ কেজি মালপত্র সঙ্গে নিয়ে যেতে পারেন ।
|