শাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব চাং তে কুয়াং ১৫ জুন শাংহাইতে বলেছেন , " শাংহাই মর্মকথা" হচ্ছে শাংহাই সহযোগিতা সংস্থার সংহতির আত্মা ও শক্তির উত্স ।
একই দিন শাংহাই সহযোগিতা সংস্থার ষষ্ঠ শীর্ষ সম্মেলনে ভাষণ দেয়ার সময়ে চাং তে কুয়াং এই কথা বলেছেন । তিনি আরো বলেন , শাংহাই মর্মকথা হচ্ছে পারস্পরিক আস্থা , পারস্পরিক কল্যান , সমতা, পরামর্শ , বহুমুখী সভ্যতার ওপর সম্মান প্রদর্শন এবং সম্মিলিত উন্নয়ন । এই মর্মকথা যেমন যুগের উন্নয়নের দাবির সঙ্গে , তেমনি বিভিন্ন দেশের জনগণের স্বার্থের সঙ্গেও সংগতিপূর্ণ । শাংহাই সহযোগিতা সংস্থা আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পেরেছে , যে বিরাট সাফল্য অর্জন করেছে এবং আন্তর্জাতিক সমাজের যে ব্যাপক সম্মতি ও সমর্থন লাভ করেছে , তার মৌলিক নিশ্চয়তা এখানেই ।
|