চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ১৫ জুন প্রকাশিত পরিসংখ্যান দেখা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারী থেকে মে পর্যন্ত, চীনের শহরের স্থাবর সম্পত্তি খাতে পুঁজি বিনিয়োগ আড়াই ট্রিলিয়ন ইউয়ান রেনমিনবিরও বেশী। তা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
স্থাবর সম্পত্তি খাতে পুঁজি বিনিয়োগদ্রত বৃদ্ধি এখনও চীনের অর্থনীতির গতিপথে অন্যতম গুরুতর সমস্যা। সম্প্রতি চীন সরকার জোরালো ব্যবস্থা নিয়ে, শহরের নির্মাণ কাজের মাত্রা ও উত্পাদনের অতিরিক্ত সামর্থ্য এবং শিল্পের নতুন প্রকল্প নিয়ন্ত্রণের বিষয় উত্থাপন করেছে, যাতে স্থাবর সম্পত্তি খাতে পুঁজি বিনিয়োগের দ্রুত বৃদ্ধি রোধ করা যায়।
|