সি আর আই এর সম্প্রচার ভবনের উচ্চতা কত, তা কত সালে নির্মিত হয়, ভবনটি কত তলা বিশিষ্ট?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের চট্টগ্রম জেলার সাতকানিয়ার নেট ওয়ার্ক রেডিও এন্ড টি. ভি ফ্যান ক্লাবের চেয়ারম্যান মছরুর জুনাইদ, চুয়াডাঙ্গা জেলার ট্রিম ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের মোঃ কামরুদ জামান, মোছাঃ জাহাঙ্গীর কবীর রাজু , ফরিদপুর জেলার ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের জেনারেল সেক্রেটারী এম এম গোলাম সারোয়ার
উঃ চীন আন্তর্জাতিক বেতার অর্থাত্ সি আর আই হচ্ছে চীনের বৈদেশিক বেতার সম্প্রচার কেন্দ্র। সি আর আই'র প্রকল্প দেশের গুরুত্বপূর্ণ প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত। ১৯৯০ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ভবনটি মোটামুটিভাবে নির্মিত হয়। সি আর আই'র ভবনের আয়তন মোট ৫৩ হাজার ২'শ বর্গমিটার, প্রধান ভবনের ১৫ তলা আছে। উচ্চতা ৭০ মিটার । ভবনে রেকর্ডিং রুম ৪০ টি, সরাসরি সম্প্রচারিত কক্ষ ৪ টি এবং ২ টো সাংস্কৃতিক রেকর্ডিং রুম।
আপনারা যে সংবাদ প্রচার করে থাকেন, তা কিভাবে সংগ্রহ করেন? চীনের সংবাদ সংস্থা সিনহুয়া থেকে সংগ্রহ করেন কি?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের সিলেট জেলার পূর্বনিদনপুর গ্রামের কবির আহমেদ
উঃ সি আর আই পৃথিবীর বিভিন্ন মহাদেশে প্রায় ৩০টি শাখা অফিস খুলেছে এবং চীনের বিভিন্ন প্রদেশ, শহর, স্বায়ত্তশাসিত অঞ্চলসহ হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে সংবাদ স্টেশন প্রতিষ্ঠা করেছে। আমাদের এই বিশাল তথ্য নেট প্রতিদিন সারা বিশ্বের খবরাখবর আমাদের কাছে আসে।
তা সত্ত্বেও সিনহুয়া বার্তা সংস্থা অবশ্যই আমাদের এক গুরুত্বপূর্ণ তথ্যের উত্স। কারণ সিনহুয়া বার্তা সংস্থা হচ্ছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবং বৃহত্তম তথ্য সংগ্রহ ও প্রচারিত কেন্দ্র। এর সদর দপ্তর পেইচিংয়ে আছে। প্রতিদিন চীনা ভাষা, ইংরেজী, ফরাসী, স্প্যানিশ, রুশ ভাষা, আরবী ও পোর্তুগীজ ইত্যাদি ৭ করম ভাষা দিয়ে নিরন্তরভাবে বিশ্বের বিভিন্ন এলাকার জন্য সব ধরনের তথ্য সরবরাহ করে। তাছাড়া, ব্যবহাকারীদের বিশেষ চাহিদা অনুযায়ী প্রতিদিন সিনহুয়া বার্তা সংস্থা ১৩০টি বেশী দেশের জন্য বিভিন্ন ভাষার বিশেষ প্রতিবেদন সরবরাহ করে।
চীনা শিক্ষা হার কত?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের নড়াইল জেলার মোগানিয়া বাজারের মোঃ জুয়েল আলী শেখ
উঃ চীন হচ্ছে একটি জনবহুল বৃহত্ রাষ্ট্র। শির্ক্ষাথীদের সংখ্যা খুবই বেশী। চীন বিশ্বের সবচাইতে বিরাটাকারের শিক্ষা গড়ে তুলছে। বর্তমানে বিভিন্ন স্তরের বিভিন্ন ধরণের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদের সংখ্যা বিশ কোটিরও বেশী।
চীনের শিক্ষা শিশু শিক্ষা, প্রাথমিক স্কুলের শিক্ষা, মাধ্যমিক স্কুলের শিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এই কয়েকটি পর্যায়ে বিভক্ত।
চীন সরকার বাধ্যতামূলক শিক্ষার উপর খুবই গুরুত্ব দেয়। চীনে প্রাথমিক স্কুল থেকে মাথ্যমিক স্কুল পর্যন্ত নয় বছর বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা চালু হয়। সামনে কয়েক বছরে শিক্ষাক্ষেত্রে চীন সরকার গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষা ও উচ্চ শিক্ষার উন্নয়নকে প্রাধান্য দেবে। চীন সরকার আশা করে, সমস্ত ছেলেমেয়েই স্কুলে ভর্তি হবে এবং চীনে যত তাড়াতাড়ি সম্ভব চীনে বিশ্বের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে।
চীনে কি হরিন দেখা যায় এবং চীনা ভাষায় হরিনকে কি বলা হয়।
প্রশ্নকর্তাঃবাংলাদেশের নাটোর জেলার আলাদী গ্রামের উত্তরন সি আর আই লিসনার্স ক্লাবের মোঃ মশিউর রহমান
উঃ হরিন হচ্ছে জনপ্রিয় এক ধরনের বন্য বস্তুতঃ স্তন্যপায়ী প্রাণী। সারা বিশ্বে মোট চল্লিশাধিক ধরনের হরিন আছে। চীনে বিশাধিক ধরনের হরিন আছে। তাদের বন্টন খুব বিস্তীর্ণ। সিনচিয়াং, অন্তর্মঙ্গোলিয়া ও উত্তর-পূর্ব চীনে সবচেয়ে বেশি দেখা যায়। চিংবো হ্রদের নিকটবর্তী বনে দুর্লভ ছোপ ছোপ হরিন দেখা যায়।
|