v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-15 13:00:34    
১৬ জুন

cri
** "চীনের মেধাস্বত্ব সংরক্ষণের অবস্থা" নামক শ্বেতপত্র প্রকাশ

    ১৯৯৪ সালের ১৬ জুন চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় "চীনের মেধাস্বত্ব সংরক্ষণের অবস্থা" নামে একটি শ্বেতপত্র প্রকাশ করে।

    শ্বেতপত্রটি তিনটি অংশ বিভক্ত । এক) চীনের মেধাস্বত্ব সংরক্ষণের মৌলিক মতাধিষ্ঠান আর মনোভাব; দুই) চীনে উচ্চ মানের মেধাস্বত্ব সংরক্ষণের আইনগত ব্যবস্থা বিদ্যমান; তিন) চীনে মেধাস্বত্ব সংরক্ষণের সম্পূর্ণ আইন বাস্তবায়নের কাঠামো বিদ্যমান।

    শ্বেতপত্রে বলা হয়েছে, মেধাস্বত্ব সংরক্ষণ সংক্রান্ত সংশ্লিষ্ট আন্তর্জাতিক চুক্তি আর দ্বিপাক্ষিক চুক্তি কড়াকড়িভাবে মেনে চলার ব্যাপারে চীন সরকার যে অকৃত্রিম মতাধিষ্ঠান দেখিয়েছে এবং আন্তর্জাতিক দায়িত্ব পালন করার সময় যে সামর্থ্য দেখিয়েছে তা আন্তর্জাতিক তথ্যমাধ্যমগুলোর ব্যাপক প্রশংসা আর সমর্থন অর্জন করেছে। শ্বেতপত্রের উপসংহারে বলা হয়েছে, পৃথিবীতে এমন লোক সব সময় থাকে যারা চীনের উন্নয়নের পরির্বতন না দেখার ভান করে এবং মৌলিক সত্যকে উপেক্ষা করে চীনের মেধাস্বত্ব সংরক্ষণের অবস্থার বিরুদ্ধে অন্ধভাবে মন্তব্য প্রকাশ করে। এ সব মন্তব্য নিয়ে তর্কবিতর্ক করার কিছু নেই । সত্য হল সবচেয়ে ভাল জবাব।

** ৭৭টি রাষ্ট্র গোষ্ঠী প্রতিষ্ঠিত

    ৭৭টি দেশের গোষ্ঠী হচ্ছে একটি অর্থনৈতিক সংস্থা, তা উন্নয়নশীল দেশগুলোর আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রের নিষ্ক্রিয় অবস্থার পরিবর্তন করা , ক্রম অবনতিশীল পরিবেশ উন্নত করা ও উন্নয়নশীল দেশগুলোর আন্তর্জাতিক আয় ও ব্যয়ের ভারসাম্যহীনতা মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠিত হয় ।

    ১৯৬৩ সালে ১৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়, অংশগ্রহণকারী ৭৫টি উন্নয়নশীল দেশ " যৌথ প্রস্তাব" প্রকাশ করে, এর মাধ্যমে ৭৫ রাষ্ট্র গোষ্ঠীর জন্ম হয়।

    ১৯৬৪ সালে জেনিভায় অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের প্রথম অধিবেশনে ৭৫ রাষ্ট্র গোষ্ঠী ৭৭টি দেশে বৃদ্ধি হয়, এবং ১৯৬৪ সালের ১৬ জুন " ৭৭টি দেশগুলোর যৌথ প্রস্তাব" প্রকাশ করে। এর পর, ৭৫ রাষ্ট্র গোষ্ঠীর নাম হয় ৭৭ রাষ্ট্র গোষ্ঠী ।

** থাং থাইজুংয়ের মৃত্যু

    থাং থাইজুং লি শিমিন ৬৪৯ সালের ১৬ জুন মারা যান। তাঁর ২৩ বছরের প্রশাসনে অনেক সংস্কার করেছেন।

    ৬১৮ খ্রীষ্টাব্দে থাং রাজবংশ প্রতিষ্ঠিত হয় , ৯০৭ খ্রীষ্টাব্দে জু ওয়েন থাং রাজবংশ বিলুপ্ত করেন ।থাং রাজবংশ স্থায়ী ছিল ২৮৯ বছর । থাং রাজবংশ দুই সময়পর্বে বিভক্ত । আনলুসানের গোলযোগের সৃষ্টিই ছিল এই দুটো সময়পর্বের সীমারেখা। প্রথম সময়পর্বে থাং রাজবংশ ছিল সমৃদ্ধিশালি । দ্বিতীয় সময়পর্বে থাং রাজবংশ পতনের অভিমুখে অগ্রসর হয় । সম্রাট গাও জু থাং রাজবংশ স্থাপন করেন , সম্রাট লিসিমিন দশ বছর ধরে সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করে একায়নের লক্ষ্য অর্জন করেন । সুয়ান উ মেন ঘটনার পর লিসিমিন সিংহাসনে আরোহন করেন । তাঁর নিরলস প্রচেষ্টায় সামন্ততান্ত্রিক সমাজের অভূতপুর্ব সমৃদ্ধি ঘটে । রাজনীতি , অর্থনীতি সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে চীন বিশ্বের অগ্রভাগে স্থান অধিকার করে । সম্রাট সিয়ানজঙয়ের শাসনামলে চীন ছিল শক্তিশালি , জনসাধারন সচছল জীবন যাপন করতেন । কিন্তু তাঁর রাজত্বকালে আনলুসানের চক্রান্তে দাঙগাহাংগামা সৃষ্টি হওয়ায় থাং রাজবংশ ক্রমশই দুর্বল হতে থাকে ।