১৫ জুন সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের কাউন্সিলের ষষ্ঠ সম্মেলন সাংহাইয়ে উদ্বোধন হয়েছে। চীনের প্রেসিডেন্ট হু চিনথাও, কাজাখস্তানের প্রেসিডেন্ট নুর্সুল্তান নাজার্বায়েভ, কির্গিজিস্তানের প্রেসিডেন্ট কুর্মানবেক বাকিয়েভ, রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন, তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমোনোভ ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমোভ সম্মেলনে অংশ নেন।
এবারকার সম্মেলনে, বিভিন্ন সদস্য দেশের নেতারা সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিষ্ঠার পাঁচ বছরে নির্মাণ আর উন্নয়নের সাফল্য এবং অভিজ্ঞতার সারসংকলন করবেন, সার্বিকভাবে বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি বিশ্লেষন করবেন, এ সংস্থার উন্নয়নের দিকস্থিতি গবেষণা করবেন, সহযোগিতার বিস্তারিত পরিকল্পনা ও ব্যবস্থা প্রণয়ন করবেন, যাতে সাংহাই সহযোগিতা সংস্থা একটি "ঐক্য আরও জোরদার, সহযোগিতা আরও বাস্তব, তত্পরতা আরও কার্যকর এমন এক সংস্থায়" পরিণত হতে পারে।
|