১৩ জুন জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেছেন , পূর্ব তিমোরের হিংসাত্মক ঘটনা থেকে বুঝা যায় , জাতিসংঘকে আবার এই দেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে হবে । তিনি আশা করেন নিরাপত্তা পরিষদ এই প্রস্তাব বিবেচনা করবে ।
সেদিন নিরাপত্তা পরিষদের পূর্ব তিমোর পরিস্থিতি সম্পর্কিত একটি উন্মুক্ত সম্মেলনের পর আনান তথ্য মাধ্যমকে বলেছেন , পূর্ব তিমোর তাঁর কাছে একটি চিঠিতে পুলিশ ও সরকারের ভূমিকা জোরদার করা ইত্যাদি ক্ষেত্রে সাহায্য দেয়ার অনুরোধ জানিয়েছে ।
আনান বলেছেন , তিনি একটি কর্মগ্রুপ পূর্ব তিমোরে পাঠিয়ে এই দেশের চাহিদা যাচাই করবেন । তিনি আশা করেন , নিরাপত্তা পরিষদ যত তাড়াতাড়ি সম্ভব পূর্ব তিমোরে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেবে ।
|