১৪ জুন চীনের রাষ্ট্রীয় বন্যা ও খরা প্রতিরোধ হেডকোয়ার্টারসূত্রে জানা গেছে , ১২ ও ১৩ জুন দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের আংশিক অঞ্চলে প্রবল বর্ষণ হয়েছে । এর প্রভাবে কুইচৌর আংশিক অঞ্চলে গুরুতর পাহাড়ী বন্যা হয়েছে । ১৪ জুন পর্যন্ত ২৫জন মারা গেছেন , ৩০জন নিখোঁজ হয়েছেন এবং ১ হাজার ৩০০ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
এখন স্থানীয় ত্রাণ কাজ পুরোদমে চলছে ।
দক্ষিণ চীন এখন বন্যার সময়পর্বে রয়েছে , আকস্মিক ও প্রবল বর্ষণ যে কোনো সময় হতে পারে । রাষ্ট্রীয় বন্যা ও খরা প্রতিরোধের হেড কোয়ার্টার বিভিন্ন এলাকার উদ্দেশ্যে আকস্মিক দুর্যোগের লক্ষণ দেখা দিলে দৃঢ়তার সঙ্গেতা মোকাবেলার ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে ।
|