চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং ১৪ জুন মন্টিনেগ্রোপ্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী মিওদ্রাগভ্লাহোভিচেরএক চিঠির জবাবী চিঠিতে বলেছেন , চীন সরকার একই দিনে মন্টিনেগ্রো প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয় । চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে , চীন শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির ভিত্তিতে মন্টিনেগ্রোর সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক ।
উল্লেখ্য , ২১ মে মন্টিনেগ্রো প্রজাতন্ত্রের স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছে । এর পক্ষে ৫৫.৫ শতাংশ ভোট পড়েছে । ৩ জুন মন্টিনেগ্রোর সংসদ অধিবেশনে স্বাধীনতার ঘোষণা গৃহিত হয়েছে । ফলে মন্টিনেগ্রো আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয় ।
|