১৫ জুন অনুষ্ঠেয় শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের পরিষদের ষষ্ঠ অধিবেশনে অংশ নেয়ার জন্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ১৪ জুন বিশেষ বিমানে করে শাংহাই পৌছেছেন । এ পর্যন্ত চীন ছাড়া এই সংস্থার সদস্য দেশগুলোর অন্য সকল রাষ্ট্রপ্রধান শাংহাই পৌছেছেন ।
শাংহাইতে পৌছার আগে পুটিন একটি প্রবন্ধে শাংহাই সহযোগিতা সংস্থার প্রবিষ্ঠার পর অর্জিত সাফল্যের উচ্চ মূল্যায়ন করেছেন এবং বিভিন্ন সদস্য দেশের প্রতি অবিলম্বে সমন্বয় ও সহযোগিতা চালানোর আহবান জানিয়েছেন । তিনি বলেন , এই সংস্থা প্রতিষ্ঠার পর এখন একটি প্রভাবশালী আঞ্চলিক সংস্থায় পরিণত হয়েছে । তিনি মনে করেন , এই অঞ্চলের স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখার জন্যে পরবর্তীকালে তত্পরতা সমন্বয় ও সংশ্লিষ্ট পদ্ধতি প্রণয়নের ওপর গুরুত্ব দেয়া উচিত , যাতে গোটা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করা যায় ।
|