১৫ জুন সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর ষষ্ঠ শীর্ষ সম্মেলন সাংহাইয়ে অনুষ্ঠিত হবে। ১৩ জুন সন্ধ্যায় কাজাখস্তানের প্রেসিডেন্ট নুর্সুলতান নাজার্বায়েভ ও পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুসারফ সাংহাই পৌঁছার পর, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ্ কার্জাই, মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট নামবারিন এনখবায়ার, তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাখমানভ ১৪ জুন পৌঁছুনোর কথা।
জানা গেছে, সাংহাই সহযোগিতা সংস্থার অন্যান্য বিদেশী সদস্যদেশের নেতারাঃ রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন, কিরগিজস্তানের প্রেসিডেন্ট কুর্মানবেক বাকিয়েভ ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমভ ১৪ জুন সাংহাইয়ে পৌঁছার কথা। পর্যবেক্ষক দেশ ইরানের প্রেসিডেন্ট ও ভারতের সরকারী প্রতিনিধিরাও একই দিন সাংহাইয়ে পৌঁছার কথা।
তাছাড়া, সি আই এস সদস্যদেশগুলোর কার্য-নির্বাহী কমিটির চেয়ারম্যান ভ্লাদিমির রুশাইলো প্রমুখ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন।
|