জাতিসংঘ মহা সচিব কফি আনান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মিখাইল কামিনিন ১৩ জুন পৃথকপৃখকভাবে ফিলিস্তিনের সংশ্লিষ্টপক্ষগুলোর উদ্দেশ্যে অভ্যান্তরীনবিরোধ নিস্পত্তি করে জাতীয় সংহতি প্রতিষ্ঠান আহবান জানিয়েছেন । একই দিন ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস ঘোষণা করেছেন , সাম্প্রদায়িক দাঙ্গাহাঙ্গামা নিস্পত্তি করার জন্যে ফিলিস্তিনের বিভিন্নপক্ষ ১৪ জুন ৭ দিনব্যাপী সংলাপ শুরু করবে ।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংবাদদাতাকে আনান বলেছেন , ফিলিস্তিন এখন অত্যন্ত সংকটাবস্থায়আছে । ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস ও বিভিন্ন পক্ষকে সব পক্ষের গ্রহণযোগ্য একটি সমাধানের পদ্ধতি খুঁজে বের করতে হবে । এটা বর্তমান পরিস্থিতি প্রশমিত করার জন্যে সর্বাগ্রে বিবেচ্যএক সমস্যা । বিচ্ছিন্নতাও অভ্যান্তরীনদাঙ্গাহাঙ্গামা সমস্যার সমাধানের অনুকূল হবে না ।
কামিনিন সংবাদ মাধ্যমকে বলেছেন , ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক শক্তি আইনের পথে ফিরে পরস্পরকে হত্যা করা বন্ধ করবে , সংলাপের মাধ্যমে ফিলিস্তিন-ইস্রাইল সম্পর্ক, ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার সংস্কার প্রভৃতি সমস্যায় একমত হবে বলে রাশিয়া আশা করে ।
একই দিন আব্বাস প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া এবং ফিলিস্তিনের অন্য দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন । বৈঠক শেষে আব্বাস বলেছেন , ফিলিস্তিনের বিভিন্নপক্ষের মধ্যে এখন মতৈক্য হয়েছে এবং তারা " জেলবন্দী চুক্তির" ভিত্তিতে সংলাপ শুরু করবে ।
|