গত ৫ জুন ২০০৮ সালের বিকলাংগ অলিম্পিক গেমসের বাজার উন্নয়ন পরিকল্পনা পেইচিংয়ে চালু হয়েছে। ২২টি দেশী ও বিদেশী শিল্প-প্রতিষ্ঠান পেইচিং বিকলাংগ অলিম্পিক গেমসের সহযোগী ও পৃষ্ঠপোষক নির্ধারিত হয়েছে। পেইচিং বিকলাংগ অলিম্পিক গেমসের লক্ষ্য হচ্ছে পেইচিং বিকলাংগ অলিম্পিক গেমস এবং চীনের বিকলাংগ অলিম্পিক সাংগঠনিক কমিটি সম্বন্ধে প্রচার করা, পেইচিং অলিম্পিক গেমস, চীনের বিকলাঙ্গ অলিম্পিক সাংগঠনিক কমিটি ও চীন বিকলাংগ গেমসের প্রতিনিধি দলের জন্যে পুঁজি এবং সরঞ্জাম সংগ্রহ করা, শিল্প প্রতিষ্ঠানের জন্যে একটি বাজার সরবরাহ করা, শিল্প প্রতিষ্ঠানের খ্যাতির প্রসারে সাহায্য দেয়া। পরিকল্পনা অনুযায়ী, পেইচিং বিকলাংগ অলিম্পিক গেমসের পৃষ্ঠপোষকতার মেয়াদ ২০০৮ সালের জুলাই মাস পর্যন্ত।
৩০ মে ১১দিনব্যাপী চীনের তৃতীয় জাতীয় ক্রীড়া সম্মেলন চীনের সুচৌ শহরে সমাপ্ত হয়েছে। জাতীয় ক্রীড়া সম্মেলনে অনেক ক্রীড়া বিভাগ অলিম্পিক গেমসে অন্তর্ভূক্ত হয় নি। সারা দেশের ৫৫টি প্রতিনিধি দলের ৪০৮৫জনেরও বেশি ক্রীড়াবিদ এতে অংশ নিয়েছেন। সম্মেলনে ১১টি বিশ্ব রেকর্ড, ৫টি এশীয় রেকর্ড ও ১৬টি জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে।
৪ জুন ২০০৬ সালের বিশ্ব কাপ শুটিংয়ের ইতালি ধাপে চীনের প্রতিনিধি দল ১০টি দফায় মোট ৭টি স্বর্ণপদক অর্জন করেছে, ২টি রৌপ্যপদক আর ৩টি ব্রোঞ্জপদক অর্জন করেছে। সঙ্গে সঙ্গে একটি পুরুষ রাপিড ফায়ারের অলিম্পিক গেমসে প্রবেশের টিকিট অর্জিত হয়েছে। এ পর্যন্ত, মোট ২২জন চীনা ক্রীড়াবিদ ২০০৮ সাল অলিম্পিক গেমসে প্রবেশ করেছেন।
২০০৬ সালের আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন পুরস্কার প্রতিযোগিতার রোম ধাপ ৪ জুন সমাপ্ত হয়েছে। মোট ১০টি দফায় চীনের প্রতিনিধি দল পাঁচটি স্বর্ণপদক অর্জন করেছে।
৪ জুন ফরাসী টেনিসে উন্মুক্ত নারী দ্বৈত দফার কোয়ার্টার ফাইনালে চীনা ক্রীড়াবিদ চেংচিয়ে আর ইয়ানচি ২:১ সেটে চেক প্রজাতন্ত্রের ক্রীড়াবিদ ইভেতা বেনেসোভা আর বার্বোরা স্ট্রিকোভাকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছেন। গত জানুয়ারী মাসে চেংচিয়ে আর ইয়ানচি অস্ট্রেলিয়ান ওপেনে নারীদের দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন।
১১ জুন সমাপ্ত এবছের চারটি গ্রান্ড স্লামের একটি ফ্রান্স টেনিস ওপেনের নারীদের দ্বৈতে চীনা নারী ক্রীড়াবিদ চেংচিয়ে এবং ইয়ানচি সেমি ফাইনালে উত্তীর্ণ হন, ফ্রান্স ওপেনের ইতিহাসে এটা চীনের সর্বশ্রেষ্ঠ সাফল্য। তাঁরা এবছর অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন হন।
১২ জুন নারী পেশাদার টেনিস সমিতি প্রকাশ করেছে যে, সেড়া ক্রীড়াবিদের নামের তালিকায় চীনা ক্রীড়াবিদ চেংচিয়ের একক ও দ্বৈত স্থান সপ্তম, চীনের ইতিহাসের এটা সর্বশ্রেষ্ঠ সাফল্য। আরেকজন চীনা ক্রীড়াবিদ লি নার একক স্থান ৩২তম।
১১ জুন সমাপ্ত সুইজারল্যান্ড নারী ভলিবল প্রতিযোগিতায় ব্রাজিল দল চীনা দলকে ২:৩ সেটে পরাজিত করে আবার চ্যাম্পিয়ন হয়েছে। চীনের দলের প্রশিক্ষক চেন চংহে প্রতিযোগিতার পর বলেছেন, এবারকার প্রতিযোগিতার প্রধান লক্ষ্য হল নবীন ক্রীড়াবিদদেরকে অনুশীলন করানো।
১১ জুন সমাপ্ত সিঙ্গাপুর ব্যাডমিন্টন ওপেনে চীনা ক্রীড়াবিদ ইয়াং ওয়ে আর চাং চিয়েওয়েন তাঁদের দলকর্মী চাং দান আর চাও থিনথিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। এটা এবারকার ওপেনে চীনের দলের একমাত্র স্বর্ণপদক।
১২ জুন সংগঠনকরা ঘোষণা করেছে যে, ২০তম আন্তর্জাতিক ম্যারাথন ১৮ জুন সকালের ৮টায় চীনের তালিয়ান শহরে উদ্বোধন হবে। ১৯৮৭সাল থেকে এ বছর পর্যন্ত ৩০টিরও বেশি দেশ ও আঞ্চলের ১০.৫ হাজারেরও বেশি ক্রীড়াবিদ এ প্রতিযোগিতায় অংশ নেন। ইংল্যান্ডের সুপার সংঘবদ্ধ প্রতিযোগিতার ম্যানচেস্টার সিটি এফ সি ফুটবল দলের চীনা ক্রীড়াবিদ সুন চিহাই উদ্বোধনঈ অনুষ্ঠানে পেস-মেকারের যে দৌড়বাজ অন্যের দৌড়ের গতি নির্ধারণ করে দেন দায়িত্ব পালন করবেন।
১০ জুন ১৮তম বিশ্বকাপ ফুটবল দক্ষিণ জার্মানীর মিউনিখে উদ্বোধন হয়েছে। উদ্বোধনী দিনে স্বাগতিক জার্মানী দল কোস্টারিকা দলকে ৪:২ গোলে পরাজিত করেছে। এবারকার বিশ্বকাপে মোট ৩২টি দেশের দল অংশ নিয়েছে, এবং জার্মানীর ১২টি শহরে প্রতিযোগিতা হচ্ছে। চীনের পুরুষদের জাতীয় ফুটবল দল ২০০৬ জার্মানী বিশ্বকাপ ফুটবলে অংশ না নিলেও , চীনা ফুটবল প্রেমীদের আগ্রহ খুবই বেশি। বহু চীনা ফুটবলমোদী টেলিভিশনের মাধ্যমে চীনের সময় গভীর রাতে বিশ্বকাপের প্রতিযোগিতা দেখছেন। এর আগে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও পেইচিংয়ে সফররত এবারকার বিশ্বকাপের স্বাগতিক জার্মানীর চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, তিনিও একজন ফুটবলমোদী।
|