চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাদাম চিয়াং ইউ ১৩ জুন পেইচিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন , সামরিক উপকরণ রফতানির ব্যাপারে চীন বরাবরই সতর্ক ও দায়িত্ববান মনোভাব পোষণ করে আসছে । অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাংগাপীড়িত দেশগুলোতে অস্ত্র রফতানি করেছে বলে চীনের যে নিন্দা করেছে , তা একেবারেই ভিত্তিহীন এবং বাস্তব ঘটনার সঙ্গে সংগতিপূর্ণ নয় ।
সোমবার প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে চীনের নিন্দা করে বলা হয়েছে , মায়ানমার, নেপাল , সুদান প্রভৃতি দেশে চীনা অস্ত্রের রফতানি এসব অঞ্চলের উত্তেজনা বাড়িয়েছে এবং মানবতাবাদী বিপর্যয় ডেকে এনেছে । এই প্রসংগে চিয়াং ইউ বলেছেন, প্রথাগত সামরিক বাণিজ্যের ক্ষেত্রে বহু দেশের সঙ্গে চীনের সহযোগিতা চীনের সামরিক বাণিজ্য সংক্রান্ত নীতি , নিয়ম ও আন্তর্জাতিক কর্তব্যের সঙ্গে সংগতিপূর্ণ ।
|