চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাদাম চিয়াং ইউ ১৩ জুন পেইচিংয়ে বলেছেন , চীন সরকার মানবাধিকার পরিষদের আসন্ন প্রথম সম্মেলনের ওপর বিশেষ গুরুত্ব দেবে ।
একইদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে একটি প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেছেন ।
তিনি আরো বলেন , চীন আশা করে যে, বিভিন্ন পক্ষ বাস্তব পদক্ষেপ নেবে যাতে পরিষদ ভবিষ্যতের কাজকর্মে বিভিন্ন দেশ ও অঞ্চলের ইতিহাস , সংস্কৃতি ও ধর্মীয় পটভূমির ওপর সম্মান প্রদর্শন করা যায় , ভিন্ন সভ্যতা , সংস্কৃতি ও ধর্মের সংলাপ ত্বরান্বিত করা যায় এবং ন্যায়সংগত ও বাস্তবসম্মত উপায়ে মানবাধিকারের সমস্যা সুরাহা করা যায় ।
এখানে উল্লেখ করা যেতে পারে যে, মানবাধিকার পরিষদের প্রথম সম্মেলন আগামী ১৯ থেকে ৩০ জুন পর্যন্ত জেনিভায় অনুষ্ঠিত হবে । সম্মেলনে প্রধানত পরিষদের ভবিষ্যত কর্মপদ্ধতি ও নিয়ম প্রণয়ন এবং বর্তমান মানবাধিকার ক্ষেত্রে বিদ্যমান জরুরী সমস্যাদি নিয়ে আলোচনা করা হবে ।
|