১৩ জুন চীনের "লিয়াও উয়াং সাপ্তাহিক সংবাদ ম্যাগাজিনের" প্রবন্ধে সাংহাই সংস্থার ভূমিকা , অবস্থা ইত্যাদি বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করা হয়েছে ।
প্রবন্ধে বলা হয়েছে , সাংহাই সংস্থা সূচনালগ্ন থেকেই নিরাপত্তা সহযোগিতার ভূমিকা পালন করতে শুরু করেছে । এই সংস্থা এক ধরনের নতুন নিরাপত্তা ধারণা সমর্থন করে , তা হল যৌথ নিরাপত্তা , জোট নিরপেক্ষতা , পারস্পরিক অনাক্রমণ , তৃতীয় পক্ষের বিরোধীতা না করা ।
প্রবন্ধে আরো বলা হয়েছে , সাংহাই সংস্থায় যদিও চীন ও রাশিয়া বড় দেশ , মধ্য-এশিয়ার কয়েকটি দেশ ছোট , তবে বিভিন্ন পক্ষ পারস্পরিক উপকারিতামূলক পরিস্থিতি সৃষ্টি করেছে , সদস্য দেশের উন্নয়নে প্রয়োজনীয় আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিবেশ সৃষ্টি করার জন্য তা খুব গুরুত্বপূর্ণ ।
|