চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ১২ জুন পেইচিংয়ে জোর দিয়ে বলেছেন, চীনকে অক্লান্তভাবে মরুকরণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কাজ ভালভাবে চালিয়ে টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত করতে হবে ।
তিনি একই দিন বালি-ঝড় প্রতিরোধসম্পর্কে এক আলোচনা সভা পরিচালনা করেছেন । বিশেষজ্ঞদের ভাষণ শোনার পর তিনি বলেছেন , চীনের মরুকরণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পরিস্থিতি এখনো অত্যন্ত কঠিন । কিছু এলাকার মরুকরণের শিকার জমির আয়তন বেড়ে যাচ্ছে । যে জমির মরুকরণ নিয়ন্ত্রণেরভিত্তি অপেক্ষাকৃত দুর্বল ।
ওয়েন চিয়াপাও উল্লেখ করেছেন , মরুকরণ প্রতিরোধের কাজে বহুমুখী ব্যবস্থা নিতে হবে ,প্রাকৃতিকভাবে মেরামতের সঙ্গে মানুষের প্রচেষ্টারসমন্বয় করতে হবে , জৈব-ব্যবস্থার সঙ্গে প্রকল্পগত ব্যবস্থার সমন্বয় করতে হবে , আঞ্চলিক প্রতিরোধের সঙ্গে গুরুত্বপূর্ণএলাকার প্রতিরোধ সমন্বয় করতে হবে এবং বন ও তৃণভূমিকে কেন্দ্র করে গঠিত মরু অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এবং তা সুসংবদ্ধ করতে হবে । কড়াকড়িভাবে মরু এলাকার উদ্ভিদ রক্ষা করতে হবে , আইন অনুযায়ী মরুতে রূপান্তরিতভূমি চিহ্নিত করতে হবে এবং যুক্তিযুক্তভাবে পানি সম্পদ ব্যবহার করতে হবে ।
|