 ফিলিস্তিন জাতীয় মুক্তি আন্দোলন ফাতাহ আর ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্রদল ও সমর্থকদের মধ্যে ১২ জুন গাজা অঞ্চল ও জর্ডান নদীর পশ্চিম তীরে বেশ কয়েকবার সংঘর্ষ হওয়ায় ২ জন নিহত আর দশাধিকজন আহত হয়েছেন এবং কিছু সরকারী ব্যবস্থা ধ্বংস হয়েছে ।
খবরে প্রকাশ ,একই দিন গাজা অঞ্চলে হামাসের সশস্ত্র দল এবং নিরাপত্তাবাহিনীর ফাতাহ দলের মধ্যে গুলিবিনিময় হয়েছে । চিকিত্সকরা বলেছেন , গুলিবিনিময়ে হামাসের একজন সদস্য ও একজন নিরিহ নাগরিক নিহত আর ১৫জন আহত হয়েছেন ।
একই দিন গভীর রাতে রামাল্লাহ শহরে ফাতাহর বিক্ষোভকারী সমর্থকরা প্রধানমন্ত্রী ভবন ও বিধান কমিটির অফিস ভবনের উপর আক্রমণ চালিয়েছেন এবং ভবনে আগুণ ধরিয়েছেন । তারপর ফাতাহর সশস্ত্রদল শহরের কেন্দ্রস্থলে হামাসের একজন সংসদ সদস্যকে অপহরণ করেছে , অবশ্য পরে তাকে মুক্তি দেয়া হয় ।
একই দিন ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস নিরাপত্তাবাহিনীকে চরম সর্তকঅবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন, গাজা অঞ্চলে গুলিবিনিময় নিষিদ্ধ করেছেন এবং রামাল্লহ ও অন্য শহরে হামাসের কর্মকর্তাদের এবং বিধান কমিটির সদস্যদের রক্ষার্থে নিরাপত্তাবাহিনী পাঠিয়েছেন । যাতে ঘটনার আরও অবনতি না হয় ।
|