১৩ জুন চীনের জাতীয় পর্যটন ব্যুরো জূত্রে জানা গেছে, চলতি বছরের ১ আগস্ট থেকে, সারা চীনে চীনের নাগরিকরা আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে দলীয় ভ্রমণ পরিসেবা চালু হবে।
চীনের নাগরিকদের দল বেঁধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাওয়ার পরিসেবা ১৯৯৯ সালের আগস্ট মাসে পেইচিং, সাংহাই ও কুয়াংতোং তিনটি এলাকায় শুরু হয়। ২০০৪ সালের জুলাই এর আওতা থিয়েনচিন, হোপেই, শানতোং, চিয়াংসু, জেচিয়াং এবং ছোংছিং ৬টি প্রদেশে সম্প্রসারিত করেছে।
সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত বছরে অস্ট্রেলিয়ায় যাওয়া চীনাদের সংখ্যা ছিলো ২ লক্ষ ৮ হাজার। এশিয়ায় জাপানের পর চীন অস্ট্রেলিয়ার বৃহত্তম পর্যটক বাজার।
|