চীনের গণ নিরাপত্তা মন্ত্রণালয় ১৩ জুন বলেছে , জনসাধারণের নিরাপত্তান নিশ্চয়তা বিধান এবং সমাজের শৃংখলা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে চীনের গণ নিরাপত্তা মন্ত্রণালয় জুন থেকে সারা দেশে বিস্ফোরক , বন্দুক ও গোলাবারুদ উদ্ধার অভিযান চালাবে ।
গণ নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র উ হো পিং বলেছেন , বর্তমানে চীনের কোনো কোনো স্থানে বন্দুকধারীদের অপরাধ ও বিস্ফোরণের ঘটনা মাঝেমধ্যে ঘটে চলেছে । তাতে জনসাধারণের জানমালের নিরাপত্তা দারুণভাবে বিপন্ন হয়ে ওঠেছে ।
গত কয়েক বছরে চীনের গণ নিরাপত্তা বিভাগগুলোর চালানো বিস্ফোরক, বন্দুক ও গোলাবারুদ উদ্ধার অভিযানে কিছু অগ্রগতি পাওয়া গেছে । বিস্ফোরণের ঘটনা ও বন্দুকধারীদের অপরাধের সংখ্যা ২০০১ সালের পর একটানা কমেছে । বার্ষিক হ্রাসের হার ১০ শতাংশ ছাড়িয়ে গেছে ।
|