চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া শুয়েন ১২ জুন পেইচিংয়ে বলেছেন, চীন বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সঙ্গে আদান-প্রদান এবং সহযোগিতা নিরন্তরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে, অভিন্ন স্বার্থ এবং মতৈক্য সম্প্রসারণ করতে, দু'দেশের রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক অব্যাহতভাবে গভীরতর করতে ইচ্ছুক।
সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এন হাসান ভিরাজুদার সঙ্গে সাক্ষাত্ করার সময় থাং চিয়া শুয়েন বলেছেন, গত বছরে চীন আর ইন্দোনেশিয়ার মধ্যে রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। দেশের সার্বভৌমত্ব এবং ভূভাগীয় অখন্ডতার মতো এমন গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সমঝোতা এবং সমর্থন করা হচ্ছে দু'দেশের রণনৈতিক অংশদারিত্বের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। চীন দৃঢ়ভাবে দেশের অখন্ডত্ব রক্ষার জন্য ইন্দোনেশিয়ার প্রয়াস সমর্থন করে এবং আশা করে ইন্দোনেশিয়া কার্যকরভাবে এক চীন নীতি অনুসরণ করবে।
হাসান জোর দিয়ে বলেছেন, ইন্দোনেশিয়া দৃঢ়ভাবে এক চীন নীতি অনুসরণ করবে। তিনি বলেছেন, ইন্দোনেশিয়া চীনের সঙ্গে মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ এবং গভীর করতে , দু'পক্ষের রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্কের মান অব্যাহতভাবে উন্নত করতে ইচ্ছুক।
|