চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লি হুই ১২ জুন পেইচিংয়ে বলেছেন , সাংহাইয়ে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থারসদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধান পরিষদের ষষ্ঠ সম্মেলনকে চীন অত্যন্ত গুরুত্ব দেয় । শীর্ষ সম্মেলন সংশ্লিষ্ট নানা কাজের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।
লি হুই বলেছেন , এবারের শীর্ষ সম্মেলনে সার্বিকভাবে সাংহাই সহযোগিতা সংস্থার সাফল্য ও অভিজ্ঞতা পর্যালোচনা ও সারসংকলন করা হবে , সংস্থাটির আগামী উন্নয়নের দিক ও ব্যবস্থা নিয়ে গবেষণা ও স্থির করা হবে । শীর্ষ সম্মেলন চলাকালে সংস্থাটির সদস্যদেশের রাষ্ট্রপ্রধানরা বৈঠক করবেন । তারা বৈঠকে সংস্থাটির উন্নয়ন এবং অভিন্ন স্বার্থজড়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে ব্যাপকভাবে মত বিনিময় করবেন । চীনের প্রেসিডেন্ট হু চিনথাও সহ সংস্থাটির বিভিন্ন সদস্যদেশের রাষ্ট্রপ্রধানরাএতে অংশ নেবেন । প্রেসিডেন্ট হু চিনথাও চেয়ারম্যান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে সম্মেলনে সভাপতিত্ব করবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ।
লি হুই জোর দিয়ে বলেছেন , সুনির্দিষ্ট সন্ত্রাস দমনের মহড়া চালানো সদস্যদেশগুলোর অভিন্ন আশাআকাঙ্ক্ষা ও ইচ্ছা । বিভিন্ন সদস্যদেশের সন্ত্রাস দমনের ক্ষমতা বাড়ানো , সন্ত্রাসবাদ , বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থীবাদ দমনে এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ । আরও ভালভাবে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্যে সংস্থাটি পরবর্তীকালে নির্দিষ্ট সময়ে সন্ত্রাস দমন মহড়ার আয়োজন করবে ।
লি হুই বলেছেন , সাংহাই সহযোগিতা সংস্থা মাদকদ্রব্য নিষিদ্ধকরণের সহযোগিতার উপর অত্যন্ত গুরুত্ব দেয় । আফগানিস্তান এই অঞ্চলের মাদকদ্রব্যের প্রধান উত্স । সাংহাই সহযোগিতা সংস্থা- আফগানিস্তান লিয়াজোঁ গ্রুপ ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে । সাংহাই সহযোগিতা সংস্থা এই আওতায় আফগানিস্তানের সঙ্গে মাদকদ্রব্য নিষিদ্ধকরণে সহযোগিতা করতে চায় ।
|