ইরান সরকারের মুখপাত্র গোলাম হোসাইন এলহাম ১২ জুন তেহরানে বলেছেন, যদিও ইরান পারমাণবিক সমস্যার সমাধান সংক্রান্ত ছয় রাষ্ট্রের নতুন প্রস্তাব গবেষণা করছে, তবু তারা নিজের পারমাণবিক জ্বালানি প্রক্রিয়াকরণের বৈধ অধিকার নিয়ে কারো সঙ্গে আলোচনা করবে না।
সেই দিন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এলহাম বলেছেন, ইরান একাধিক বার স্পষ্টভাবে পরমাণু সমস্যায় নিজের অধিষ্ঠান ব্যাখ্যা করেছে। তিনি জোর দিয়ে বলেছেন, ইরান পারমাণবিক জ্বালানির প্রক্রিয়াকরণ প্রযুক্তি আয়ও করেছে, এটা হচ্ছে তার অবিসংবাদিত অধিকার। ইরান এই অধিকার নিয়ে কারো সাথে আলোচনা করবে না।
এলহাম আরো বলেছেন, ইরান যত্ন এবং সার্বিকভাবে ছয় রাষ্ট্রের নতুন প্রস্তাব গবেষণা করছে এবং যুক্তিযুক্ত সময়ে প্রতিক্রিয়া জানাবে।
|