১২ জুন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী লি হুই পেইচিংয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, ১৫ জুন সাংহাইতে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর ষষ্ঠ শীর্ষ সম্মেলনের ওপর চীন উচ্চ মানের গুরুত্ব দেয় এবং বর্তমানে এবারকার শীর্ষ সম্মেলনের সকল প্রস্তুতিসম্পন্ন হয়েছে ।
তিনি বলেন, এবারকার সম্মেলন সার্বিকভাবে সাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়নের সাফল্য ও অভিজ্ঞতা পর্যালোচনা ও সারসংকলন করবে এবং এই সংস্থার উন্নয়নের পরবর্তী দিক ও ব্যবস্থা গবেষণা ও স্থির করবে। সম্মেলনকালে সাংহাই সহযোগিতা সংস্থার সকল সদস্যদেশের নেতারা বৈঠক করবেন, এই সংস্থার উন্নয়ন ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে ব্যাপকভাবে মত বিনিময় করবেন এবং ঘোষণা স্বাক্ষর ও প্রকাশ করবেন। এটা হবে শীর্ষ সম্মেলনের সারসংকলন ও রাজনৈতিক দলিলপত্র।
তিনি আরো বলেন, চীনের প্রেসিডেন্ট হু চিন থাওসহ সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর নেতারা এবারকার সম্মেলনে অংশ নেবেন। সভাপতিদেশের নেতা হিসেবে প্রসিডেন্ট হু চিন থাও সম্মেলন পরিচালনা করবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
|