১২ জুন রাশিয়ার জাতীয় দিবস। একই দিন চীনের প্রেসিডেন্ট হু চিন থাও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে অভিনন্দন তারবার্তা পাঠিয়েছেন।
তারবার্তায় প্রেসিডেন্ট হু বলেন, প্রেসিডেন্ট পুটিনের নেতৃত্বে রাশিয়ার রাজনীতি স্থিতিশীল রয়েছে, অর্থনীতির দ্রুত উন্নয়ন হয়েছে আর রাষ্ট্রীয় শক্তি অব্যাহতভাবে বেড়েছে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াদিতে রাশিয়া গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। চীনের জনগণ রাশিয়ার জনগণের দেশের নির্মাণ ব্রতে অর্জিত অগ্রগতিতে আন্তরিকভাবে খুশী হয়েছে।
হু চিন থাও বলেন, চীন-রাশিয়া রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ১০ বছরে সার্থক ও উত্সাহব্যঞ্জক বিকাশেস প্রবণতা বজায় রয়েছে। দু'পক্ষের রাজনৈতিক পারস্পরিক আস্থা অধিকতরভাবে জোরদার হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় সাফল্য অর্জিত হয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াদিতে দু'দেশ ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা করে বিশ্বের শান্তি, স্থিতিশীলতা সংরক্ষণ, অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি বিশ্বাস করেন, দু'পক্ষের মিলিত প্রয়াসে দু'দেশের রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক আরো ভাল হবে।
|