শ্রীলংকা সরকার ১২ জুন বলেছে, যদিও সরকার ও সরকার বিরোধী টাইগার মুক্তি সংস্থা নির্দিষ্ট সময়ে নরওয়ে বৈঠকে মিলিত হতে পারেনি , তবে শ্রীলংকা সরকার দেশের শান্তি প্রক্রিয়া তরান্বিত করার প্রচেষ্টা চালাবে এবং টাইগার মুক্তি সংস্থার সঙ্গে সরাসরি বৈঠকের মাধ্যমে দেশের বিরোধ নিস্পত্তি করবে ।
শ্রীলংকার শান্তিপ্রক্রিয়া সম্পর্কে বৈঠকে অংশ গ্রহণকারী এক কর্মকর্তা একই দিন নরওয়ে থেকে কলম্বো ফেরার পর বলেছেন , টাইগার মুক্তি সংস্থা সরকারের সঙ্গে বৈঠক না করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে শ্রীলংকা সরকার হতাশ প্রকাশ করে । কিন্তু সরকার এখনো বৈঠক অব্যাহত থাকবে বলে আশা বাদী ।
|