ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী জম্মুর একটি প্রধান দূরপাল্লার বাস স্টেশন ১২ জুন পরপর তিনটি হাত বোমা আক্রমণের শিকার হয়েছে, এতে কমপক্ষে ১ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, একই দিন সকালে সশস্ত্র ব্যক্তিরা এই বাস স্টেশনের দিকে তিনটি হাত বোমা নিক্ষেপ করলে, কমপক্ষে ছয়টি পাবলিক বাস বিধ্বস্ত হয়। আক্রমণের পর ভারতীয় পুলিশ আর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী অচিরেই ঘটনাস্থলে পৌঁছেছে, তবে সশস্ত্র ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
জানা গেছে, এখন হচ্ছে হিন্দুধর্মাবলম্বী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যাঞ্চলের অমরনাথের পবিত্র স্থানে যাওয়ার সময়। আক্রমণ ঘটার সময় এই স্টেশনে বহু হিন্দুধর্মাবলম্বী সমাবেশিত হয়।
এ খবর পাওয়া পর্যন্ত কোন সংস্থা এই বিস্ফোরণের ঘটনার দায়িত্ব স্বীকার করে নি।
|