১২ জুন সকালে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানেররাজধানী কুয়েটায় এক বিস্ফোরণ ঘটেছে । এতে ৪জন নিহত আর ১২জন আহত হয়েছেন ।
স্থানীয় টেলিভিশন কেন্দ্রের এক খবরে প্রকাশ , কুয়েটার এক চা দোকানের নিকটে বিস্ফোরণ ঘটে । আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে । এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ।
পুলিশ বলেছে , বিস্ফোরণে নিজের তৈরী বোমা ব্যবহার করা হয়েছে । সরকার বিরোধী উপজাতির লোকেরাহামলায় অংশ নিয়েছে বলে পুলিশ অভিযোগ ও নিন্দা করেছে । এ পর্যন্ত কোনো সংস্থা বা ব্যক্তি এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি ।
সম্প্রতি বেলুচিস্তানে নিরাপত্তাবাহিনী ও সরকারী ব্যবস্থার উপর বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে ।
|