চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী লি হু্ই ১২ জুন পেইচিংয়ে বলেছেন , সাংহাই সহযোগিতা সংস্থার তত্পরতা খুবই স্বচ্ছ ।
সংবাদদাতার সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে লি হুই এই কথা বলেছেন । তিনি বলেছেন , প্রথমত , সাংহাই সহযোগিতা সংস্থা সারা বিশ্বের কাছে তার মর্ম , কর্তব্য ও উন্নয়নের দিক উন্মুক্তভাবে ব্যাখ্যা করেছে , তা হল নিরাপত্তা , আর্থ-বাণিজ্য ও মানবজাতি ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা , নিজস্ব অঞ্চলের নিরাপত্তা রক্ষায় যৌথ প্রয়াস চালানো আর বিভিন্ন সদস্য দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা , দ্বিতীয়ত , প্রত্যেকবার শীর্ষ সম্মেলনের পর সাংহাই সহযোগিতা সংস্থা সার সংকলণ করে একটি দলিল প্রকাশ করে , এই দলিল থেকে এই সংস্থা চলতি বছর ও আগামী বছরের প্রধান তত্পরতা জানতে পারে , তৃতীয়ত , সাংহাই সহযোগিতা সংস্থা বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক সমাজের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করে ।
|