চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মুখপাত্র মাও ছুনআন ১২ জুন পেইচিংয়ে বলেছেন , এ পর্যন্ত চীনের বৈজ্ঞানিকরা যে বার্ডফ্লুর ভাইরাস পৃথক করেছেন তাতে জিনের পুনর্গঠনের প্রবনতা সনাক্তহয়নি । পরীক্ষামূলক ব্যবহারের ক্ষেত্রে মানুষ থেকে মানুষে ছড়িয়ে যাবার প্রমাণও পাওয়া যায়নি ।
মুখপাত্র মাও ছুনআন বলেছেন , সম্প্রতি এক দীর্ঘসময় চীনে নতুন বার্ডফ্লু রোগীও সনাক্ত হয়নি বটে , কিন্তু তা বার্ডফ্লুর হুমকির অবসানের প্রমাণ নয়। চীনের স্বাস্থ্য বিভাগগুলো বার্ডফ্লু প্রতিরোধের কাজ শিথিল করেনি । চীনের বৈজ্ঞানিকরাএখনো টিকা ও ওষুধ সহ বার্ডফ্লুর ভাইরাস নিয়ে গবেষণা করছেন ।
তাছাড়া মুখপাত্র আরও বলেছেন , চীন সক্রিয়ভাবে বার্ডফ্লু প্রতিরোধেআন্তর্জাতিকসহযোগিতায় অংশ নেবে । গত সপ্তাহে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় এপিইসির উদ্যোগে আয়োজিত বার্ডফ্লুপ্রতিরোধের মহড়ায় অংশ নিয়েছে ।
|