v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-12 15:49:05    
১২ জুন

cri

বিশ্বের প্রথম ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধে ব্যবহার করা হয়

১৯৪৪ সালের ১২ জুন বিশ্বের প্রথম ধরনের ভি-১ ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধে ব্যবহার করা হয়। এই ধরনের ক্ষেপণাস্ত্র জার্মানীর তৈরী।

১২ জুন বিশ্বের প্রথম জেট যাত্রীবাহী বিমানের পরীক্ষামূলক উদ্ভয়ন

১৯৪৯ সালের ১২ জুন বিশ্বের প্রথম জেট যাত্রীবাহী বিমান ব্রিটেনে পরীক্ষামূলকভাবে উড়ানো হয়। দ্বিতীয় মহা যুদ্ধের বীর ব্রিটিশ বিমান বাহিনীর চালক জন ক্যানী এই যাত্রিবাহী বিমান চালান।

ফিলিপাইনের স্বাধীনতা দিবস

৩০০ বছর ধরে ফিলি্পাইন স্পেনের ঔপনিবেশিক দেশ ছিল। ১৮৯৮ সালের ১২ জুন ফিলিপাইনের স্বাধীন হয়। এর পর ফিলিপাইন আবার যুক্তরাষ্ট্রের ঔপনিবেশিক দেশ হয়। যুক্তরাষ্ট্রের হাত থেক মুক্তি পাওয়ার জন্যে দীর্ঘকাল ধরে ফিলিপাইনের জনগণ প্রাণপনে সংগ্রাম চালিয়েছিলেন। অবশেষে ১৯৪৬ সালে যুক্তরাস্ট্র ফিলিপাইনকে স্বাধীন হতে রাজি করতে বাধ্য হয়।

অস্ট্রেলিয়ার টেলিযোগাযোগ উপগ্রহ উতক্ষেপন করা হয়

১৯৯২ সালের ১২ জুন সন্ধ্যা ৭টা ১২ মিনিটে চীনের শিছাং উপগ্রহ উতক্ষেপন কেন্দ্র থেকে চীনের নিজের তৈরী লং মার্চ ২ নম্বর ই-সংবদ্ধ বাহক রকেটের সাহায্যে যুক্তরাষ্ট্রের তৈরী অস্ট্রেলিয়ার টেলিযোগাযোগ উপগ্রহ উতক্ষেপন করা হয়।

কমিউনিষ্ট পাটি আর কুওমিনতাং পাটির মধ্যে সহযোগিতামূলক নীতি প্রণয়ন করা হয়

১৯২৩ সালের ১২ থেকে ২০ জুন পযর্ন্ত চীনের কমিউনিষ্ট পাটির তৃতীয় কংগ্রেস কুওয়াংযৌতে অনুষ্ঠিত হয়। এই কংগ্রেসে প্রধানত যুক্ত ফ্রান্ট বিষয় নিয়ে আলোচনা হয়। নিষ্ঠার সঙ্গে আলোচনা আর তীব্রভাবে তকর্বিতর্ক হওয়ার পর কংগ্রেসে পুরোপুরি চীনের মহান বিপ্লবী পথিকৃত ড: সুন জোংসানের গণতান্ত্রীক অধিষ্ঠান মূল্যয়ন করা হয়। তা ছাড়া , এই কংগ্রেসে চীনের কমিউনিষ্ট পাটি আর কুওমিনতাং পাটির মধ্যে সহযোগিতা চালানোর প্রয়োজন এবং সম্ভাবনা স্বীকৃতি দেওয়া হয়।

পারমানবিক অস্ত্রের বিরুদ্ধে নিউইয়ার্কের হাজার হাজার লোক বিক্ষোভ প্রদর্শন করেন

১৯৮২ সালের ১২ জুন পারমানবিক অস্ত্রের বিরুদ্ধে নিউইয়ার্কের হাজার হাজার লোক রাস্তায় বের হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

কিউবা যুক্তরাষ্ট্রের রক্ষণ দেশে পরিণত হয়

১৯০১ সালের ১২ জুন কিউবারের সংসদে বিনা শর্তে 'পুরাটা সংশোধিত প্রস্তাব' অনুমোদিত হয়। এই সংশোধিত প্রস্তাব অনুযায়ী কিউবা যুক্তরাষ্ট্রের রক্ষণ দেশে পরিণত হয়।