v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-12 15:35:29    
৫--১০ জুন, ২০০৬

cri
চীনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মোশেদ খানের সাক্ষাত

৬ জুন পেইচিংএ চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও সিং শিয়েন চীন সফররত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী মোশেদ খানের সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাত্কালে লি চাও সিং বলেছেন, গত বছর দু' দেশের প্রধান মন্ত্রীর সফর বিনিময় বাস্তবায়িত হয়েছে, এবং দু'দেশের মধ্যে সার্বিক সহযোগিতার অংশীদারী সম্পর্ক প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়েছে। দু'দেশের সম্পর্ক একটি নতুন উন্নয়নের পর্যায়ে উন্নীত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রী মোর্শেদ খান বলেছেন, বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক বিকশিত করাকে অত্যন্ত গুরুত্ব দেয়। বাংলাদেশ মনে করে, চীন বাংলাদেশের বিশ্বাসযোগ্য বন্ধু আর অংশীদার। চীন সার্কের পর্যবেক্ষকে পরিণত হয়েছে বলে বাংলাদেশ স্বাগত জানায়। এক দিন চীনের প্রধান মন্ত্রী উয়েন চিয়া পাও মোশেদ খানের সঙ্গে সাক্ষাত করেছেন।

আন্তর্জাতিক সন্ত্রাস দমনে পাকিস্তানের প্রচেষ্টার প্রতি চীনের প্রশংসা

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ৮ জুন একটি সংবাদ সম্মেলনে বলেছেন , পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাস দমনে যোগদান আর সহযোগিতার ইতিবাচক দৃষ্টিভঙ্গি অবলম্বন করেছে আর গুরুত্বপূর্ণ প্রচেষ্টা চালিয়েছে , চীন তার প্রশংসা করে ।

সংবাদাতাদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন , চীন আর পাকিস্তানের মধ্যে সন্ত্রাস দমন সংক্রান্ত দ্বিতীয় সংলাপ ৬ জুন ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। দুদেশের কর্মকর্তারা আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাস দমনের পরিস্থিতি, চীন-পাকিস্তান সন্ত্রাস দমনের সহযোগিতা আর সন্ত্রাস দমনে জাতিসংঘের ভূমিকা প্রভৃতি বিষয়ে মত বিনিময় করেছেন ।

পেইচিং রিভিইউ'র চীন-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বার্ষিকীর বিশেষ স্মারক মত্খ্যার প্রকাশের জন্যে প্রতি চীন ও পাকিস্তানের নেতাদের অভিনন্দন

১০ জুন সিনহুয়া বার্তার খবরে প্রকাশ, "পেইচিং রিভিইউ'র চীন-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বার্ষিকীর বিশেষ স্মারক সংখ্যা প্রকাশের জন্যে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ও পাকিস্তানের প্রেসিডেন্ট পার্ভেজ মুশাররফ আলাদা আলাদভাবে অভিনন্দনবাণী পাঠিয়েছেন।

হু চিনথাও তাঁর বাণীতে বলেছেন, সর্বকালের মৈত্রী ও সর্বমুখী সহযোগিতা হচ্ছে চীন-পাকিস্তান সম্পর্কের জীবন্ত প্রতিফলনা, এবং চীন-পাকিস্তান সম্পর্ক উন্নয়নের দিক স্থিতি।

মুশাররফ তাঁর বাণিতে বলেছেন, পাকিস্তান-চীন মৈত্রী পাহাড়ের চেয়েও উচ্চ, সাগরের চেয়েও গভীর। আমি আশা করি, "পেইচিং রিভিইউ" দু'দেশের জনগণ ও সরকারের মৈত্রীর জন্যে অব্যাহতভাব যথাযোগ্য ভূমিকা পালন করবে।

পেইচিং রিভিইউ হচ্ছে বর্তমানে চীনের একমাত্র ইংরেজি সপ্তাহিক পত্রিকা, বিশ্বের একশোরও বেশি দেশে তার প্রচলন হয়।

জাপান চীনকে ৭৪ বিলিয়ন জাপানী ইয়েনের ঋণ দেবে

৬ জুন সকালে জাপানের বৈদেশিক অর্থনৈতিক সহযোগিতা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে । মন্ত্রী পরিষদের প্রধান প্রধান সদস্য এই অধিবেশনে অংশ নিয়েছেন । অধিবেশনে ২০০৫ অর্থ বছরে চীনের প্রতি জাপানী ইয়েন ঋণদানের নিষেধাজ্ঞা তুলে দেয়ার সিদ্ধান্তনেয়া হয়েছে।

অধিবেশনের একটি সিদ্ধান্তে বলা হয়েছে , ২০০৫ অর্থ বছরে জাপান চীনকে ৭৪ বিলিয়ন জাপানী ইয়েনের ঋণ দেবে, ২০০৮ সাল থেকে জাপান চীনকে আর জাপানী ইয়েন ঋণ দেবে না ।

একই দিন অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে জাপানের মন্ত্রী- পরিষদের সচিবালয়ের প্রধান আবে শিংজো ঋণদানের নিষেধাজ্ঞা তুলে দেয়া আর ঋণের পরিমান কমানো সম্বন্ধে ব্যাখ্যা করে বলেছেন , অর্থনৈতিক সহযোগিতা , আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি আর বর্তমান জাপান-চীন সম্পর্ক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী জুনিছিরো কোইজুমি একই দিন প্রধানমন্ত্রীভবনে সাংবাদিকদের বলেছেন , জাপান যে কোনো সময়ই চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় । তিনি জোর দিয়ে বলেছেন , জাপান -চীন সম্পর্কের গুরুত্ব বিবেচনা করে এই সব সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

চীনের প্রথম এইডস টিকার প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষা সমাপ্ত

১১ জুন চীনের তৈরি প্রথম এইডস রোগের টিকার প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষায় অংশগ্রহণকারী ৪৯জন স্বেচ্ছাসেবকের ফেরত সাক্ষাত্কার সমাপ্ত হয়েছে । এতে করে প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষা অবাধে শেষ হয়েছে ।

এবারের টিকার ক্লিনিক্যাল পরীক্ষা ঘাঁটি- কুয়াং সি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের একজন কর্মকর্তা বলেছেন , বর্তমানে ক্লিনিক্যাল পর্যবেক্ষণের পরিসংখ্যান থেকে দেখা গেছে , সব বিষয় স্বাভাবিক রয়েছে ।

উল্লেখ করা যেতে পারে যে, এইডস টিকার ক্লিনিক্যাল গবেষণা প্রধানত তিনটি পর্যায়ে বিভক্ত । তিনটি পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষা পাশ হলেই কেবল টিকা উত্পাদন ও ব্যবহার সম্ভব হবে ।

পাকিস্তান বিদেশী প্রযুক্তিবিদ নিরাপত্তা সুরক্ষা করার পরিকল্পনা প্রণয়ন করেছে

৬ জুন পাকিস্তানের ডন পত্রিকার খবরে প্রকাশ, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এবং প্রধানমন্ত্রী শওকত আজিজের নির্দেশ অনুযায়ী, পাকিস্তানের পুলিশ পক্ষ আত্তক অঞ্চলে বিদেশী প্রযুক্তিবিদ নিরাপত্তা সুরক্ষা পরিকল্পনা প্রণয়ন করেছে।

পরিকল্পনা অনুযায়ী, আত্তক অঞ্চলে বিদেশী কম্পানির ব্যক্তিদের আবাসিক এলাকা এবং কাজ করার অঞ্চলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মতায়েন করা হবে। তাছাড়া, আত্তক পুলিশ এ অঞ্চলের আফগান শরনাথীদের তত্পরতার ওপর তীক্ষ্ণ নজর রাখবে।

এ অঞ্চলের একজন পুলিশ বলেছেন, নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নিয়ে বিদেশী প্রযুক্তিবিদদের নিরাপত্তা সুরক্ষা করবেন। যেমন, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিদেশী প্রযুক্তিবিদদের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা অনুমতি দেয়া হবে না, বিদেশী প্রযুক্তিবিদদের উচিত নির্দিষ্ট অঞ্চলে যাওয়ার আগে পুলিশ পক্ষকে অবহিত করা।

নেপালের পোশাক রপ্তানি ৩৩ শতাংশ বেড়েছে

নেপালের পোশাক সংস্থা প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে যুক্তরাষ্ট্রের নেপালের তৈরি পোশাক রপ্তানি ৩৩ শতাংশ বেড়েছে।

মে মাসে যুক্তরাষ্ট্রের কাছে রপ্তানি করা তৈরি নেপালের পোশাকের মূল্য ৫.৬ মিলিয়ন ডলার। উল্লেখ্য, নেপালের তৈরি পোশাকের ৮০ শতাংশই যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়।

নেপালী রাজার ক্ষমতা খর্ব হলো

১০ জুন সন্ধ্যায় নেপালের সংসদের পুর্ণাংগ অধিবেশনে রাজার ক্ষমতা রহিত করে একটি আইন গৃহিত হয়েছে । আইনে বলা হয়েছে যে , রাজা সংসদের ব্যাপারে আদৌ হস্তক্ষেপ করতে পারবেন না , যাতে নেপালের সর্বোচ্চ ক্ষমতা সংস্থা হিসেবে নেপালী সংসদের মর্যাদা জোরদার করা যায় ।

১১ জুন নেপালের জাতীয় বেতারের খবরে প্রকাশ , আইনে নির্ধারণ করা হয়েছে যে , সংসদ দেশের যাবতীয় কাজে নেতৃত্ব দেবে , সংসদ দেশের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে বা কাউকে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেবে , সংসদ সংবিধান সংশোধনের জন্য দায়ী , সংসদ সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অনুমোদন দেবে , এ ক্ষেত্রে রাজার অনুমোদন অপ্রয়োজনীয় । তা ছাড়া , মন্ত্রীসভার সদস্য , প্রতিরক্ষা বাহিনীর নেতা , বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইত্যাদি কর্মকর্তাদের শপথ গ্রহণের অনুষ্ঠান সংসদে অনুষ্ঠিত হবে এবং সংসদের সংশ্লিষ্ট কমিশন এই সব অনুষ্ঠানের সভাপতিত্ব করবে । এর আগে এই সব অনুষ্ঠান রাজপ্রাসাদে রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত হতো ।

অসলুতে শ্রীলংকার সরকার ও তামিল টাইগার সংস্থার বৈঠক আয়োজিত হয় নি

নরওয়ের আমন্ত্রণে শ্রীলংকা সরকারের প্রতিনিধি দল এবং এল.টি.টি.ই সংস্থার প্রতিনিধি দল পরপর অসলুতে পৌঁছে দু'দিনব্যাপী বৈঠক করে যুদ্ধবিরতি চুক্তির তত্ত্বাবধান ব্যবস্থা আর সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে আলোচনা করার কথা ।

কিন্তু ৮ জুন সকাল বৈঠক শুরু হওয়ার সময়ে , এল.টি.টি.ই সংস্থার প্রতিনিধি অকস্মিকভাবে নরওয়েকে বলেছেন , তারা শ্রীলংকা সরকারের প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি বৈঠক করতে চায় না । কারণ সরকারী প্রতিনিধি দল যথেষ্ট উচ্চপর্যায়ের নয় । তাছাড়া, গত সপ্তাহে ই.ইউ. এল.টি.টি.ই সংস্থাকে সন্ত্রাসী সংস্থা বলে ঘোষণা করার কারণে এই সংস্থাডেনমার্ক, ফিনল্যান্ড ও সুইডেনের প্রতিনিধিদের শ্রীলংকা যুদ্ধবিরতি চুক্তির তত্ত্বাবধান কমিটির কাজে এবং অসলুতে অনুষ্ঠিতব্য বৈঠকে অংশগ্রহণ করার বিরোধীতা করেছে ।

অন্য খবর থেকে জানা গেছে, শ্রীলংকা সরকার এই খবর পেয়ে সরকারী প্রতিনিধি দলকে কলম্বোতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ।

শ্রীলংকার প্রেসিডেন্টের উচ্চ পর্যায়ের উপদেষ্টা জাতিসংঘের পরবর্তী মহাসচিবের নির্বাচনে অংশ নেবেন

সম্প্রতি জাতিসংঘে শ্রীলংকার স্থায়ী প্রতিনিধি কারিয়াওয়াসাম নিরাপত্তা পরিষদের এ মাসের পালাক্রমিক চেয়ারম্যান, জাতিসংঘে ডেনমার্কের স্থায়ী প্রতিনিধি মার্গ্রেথ ভেস্টাগারের কাছে পাঠানো একটি চিঠিতে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পরবর্তী মহাসচিবের পদপ্রার্থী হিসেবে শ্রীলংকার প্রেসিডেন্টের উচ্চ পর্যায়ের উপদেষ্টা জায়ানথা ধানাপালার নাম সুপারিশ করেছেন।

চিঠিতে কারিয়াওয়াসাম বলেছেন, শ্রীলংকা সরকার আশা করে, নিরাপত্তা পরিষদ ধানাপালার পদপ্রার্থীর যোগ্যতা স্বীকার করবে এবং তাঁকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে সুপারিশ করবে।

চিঠিতে বলা হয়, বর্তমানে ৬৮ বছর বয়সী ধানাপালা ২৭ বছর ধরে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রণালয়ে কাজ করে আসছেন, এবং জাতিসংঘে ১০ বছর ধরে কাজ করেন। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি পরপর জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণালয়ের পরিচালক এবং জাতিসংঘ নিরস্ত্রীকরণ বিষয়ক উপমহাসচিব পদে নিযুক্ত হন। সেজন্যে, জাতিসংঘের সকল সদস্য দেশের কাছে তিনি সুপরিচিত।

ইরাকের প্রধান মন্ত্রী মালিকি মুসাব আল-জারকাবির মৃত্যুর খবর স্বীকার করেছেন

ইরাকের প্রধান মন্ত্রী মালিকি ৮ জুন ঘোষণা করেছেন,ইরাকে আল কায়েদা সংস্থার প্রধান ৭ জুন সন্ধ্যায় ইরাকে মার্কিন সৈন্যবাহিনীর একটি বিমান আক্রমণে প্রাণ হারিয়েছে। ৮ জুন বাগদাদে আয়োজিত একটি তথ্য জ্ঞাপন সভায় মালিকি এই খবর স্বীকার করেছেন। তিনি বলেছেন, মুসাব আল-জারকাবির সাত জন সহকারী এই বিমান আক্রমণ তত্পরতায় মারা গেছে। এর পর তথ্য জ্ঞাপন সভায় অংশ গ্রহণকারী ইরাকস্থ যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত জালমে খালিলজাদও এবং ইরাকে মোতায়েন মার্কিন সৈন্যবাহিনীর সবোর্চ্চ পরিচালক কাসে এই খবর স্বীকার করেছেন। আঙ্গুলের ছাপ যাচাই থেকে শনাক্ত করা হয়েছে যে মৃত ব্যক্তিমুসাব আল-জারকবি।

তালিবানের নেতা মোল্লা মোহাম্মদ ওমর ৯ জুন বলেছেন, আল-জারকাবির মুত্যু হলেও ইরাকের মার্কিন-বিরোধী শক্তি দুর্বল হবে না।

একই দিনে ওমর আফগানিস্তানের সংবাদ মাধ্যমের কাছে বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি আল-জারকাবির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, হাজার হাজার প্রশিক্ষণকারী তালিবান সদস্য জারকাবির কর্তব্য বাস্তবায়নের জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালাবে। তিনি জোর দিয়ে বলেছেন, জারকাবির মৃত্যু ইরাকের মার্কিন-বিরোধী শক্তি কমাতে পারে না, বরং মার্কিন-বিরোধী আক্রমণ আরো জোরদার হবে।

ইরানঃ পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'দেশের নতুন প্রস্তাবের আংশিক বিষয় গ্রহণযোগ্য

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ রেজা আসেফি ১১ জুন বলেছেন , ইরান মনে করে যে , এ মাসের প্রথম দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পরমাণু সমস্যা সমাধানের যে প্যাকেজ পরিকল্পনা উত্থাপন করেছে তার আংশিক বিষয় গ্রহণযোগ্য আর কিছু বিষয় পরিপূরণ সাপেক্ষ । এর প্রতিক্রিয়া হিসেবে ইরান নিজের প্রস্তাব পেশ করবে ।

একই দিন আসেফি সংবাদমাধ্যমকে বলেছেন , ইরান ইতিমধ্যে ছ'টি দেশের প্যাকেজ প্রস্তাব নিয়ে গবেষণা শুরু করেছে । ইরান মনে করে যে , প্রস্তাবের কিছু বিষয় গ্রহণযোগ্য , কিছু বিষয় পরিপূরণ সাপেক্ষ আর কিছু বিষয় বাতিল করা উচিত ।

আসেফি জোর দিয়ে বলেচেন , প্রস্তাবটিতে ইরানের জবাব দানের চুড়ান্ত সময়সীমা উল্লেখিতহয়নি । নতুন প্রস্তাবের বিষয় মূল্যায়ন করে নিজের প্রস্তাব পেশ করতে ইরানের যথেষ্ট সময় লাগবে ।

আগামী মাসে "জেলবন্দীচুক্তির" ওপর গণভোট

ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ১০ জুন রামাল্লায় তাঁর সই করা একটি আদেশে ঘোষণা করেছেন , আগামী ২৬ জুলাই ফিলিস্তিনে জাতীয় সমঝোতা ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত জেলবন্দী চুক্তির ওপর গণভোট অনুষ্ঠিত হবে ।

সঙ্গে সঙ্গে আব্বাস জোর দিয়ে বলেছেন , গণভোট কোনোমতেই লক্ষ্য নয় , বরং উপায় । যখন ফিলিস্তিন ক্রমবর্দ্ধমান কঠোর অসুবিধাজনক অবস্থার সম্মুখীন হচ্ছে , তখন বিভিন্ন পক্ষের উচিত সমঝোতার জন্যে সচেষ্ট হওয়া এবং এই চুক্তি সম্পর্কে একমত হওয়ার চেষ্টা করা । এরপর আব্বাস গাজায় পৌছে ফিলিস্তিনের স্বশাসন সরকারের প্রধানমন্ত্রী , হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন । তিনি বলেছেন , তাঁর নির্ধারিত গণভোট অনুষ্ঠানের তারিখের আগে যদি বিভিন্ন পক্ষ জেলবন্দী চুক্তি গ্রহণের ব্যাপারে একমত হয় , তাহলে তিনি গণভোট বাতিল করবেন ।

একই দিন হামাস তার সংগঠনের পক্ষ থেকে আবারো গণভোটের বিরোধিতার অধিষ্ঠান ব্যক্ত করেছে । হামাস বলেছে , ইসরাইল ফিলিস্তিনীদের বিরুদ্ধে তার সামরিক আগ্রাসন তীব্রতর করছে । এমন পরিস্থিতিতে হামাস কিছুতেই চাপে পড়ে তার নীতি ও জাতীয় অধিকার পরিত্যাগ করবে না এবং কোনোমতেই বিনাশর্তে ইসরাইলকে স্বীকৃতি দেবে না ।