মিশরে সফররত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিটির সচিব, পরমাণু আলোচনার প্রধান প্রতিনিধি আলি লারিজানি ১১ জুন কায়রোয় বলেছেন, ইরান ছয়টি দেশের নতুন প্রস্তাব নিয়ে বিনাশর্তে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা চালাতে ইচ্ছুক, কিন্তু ইরান সকল হুমকি প্রত্যাখ্যান করে।
লারিজানি বলেছেন, ৬টি দেশের নতুন প্রস্তাবে সক্রিয় ব্যবস্থা রয়েছে , কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষেত্রে কিছু সমস্যা আছে। তা আরো স্পষ্টভাবে উল্লেখ করা উচিত। তিনি বলেছেন এই নতুন প্রস্তাবের উত্তর দেয়ার সময় সীমা রাখা উচিত নয়।
তিনি আরো জোর দিয়ে বলেছেন, ইরানের পরমাণু সমস্যা শুধু শান্তিপূর্ণ ক্ষেত্রে ব্যবহৃত হবে। তা অন্য দেশের জন্য হুমকি হবে না। ইরান সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে পূর্বশর্তবিহীন অবস্থায় আলোচনা করতে চায়।
একই দিনে ইরানের পররষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ রেজা আসেফি বলেছেন, ছয়টি দেশে দেয়া নতুন প্রস্তাবের মধ্যে কিছু অংশ ইরান তা গ্রহণ করতে পারে, অন্য কিছু অংশ আরো আলোচনা করা দরকার। এই ক্ষেত্রে ইরান আরো সময় নিয়ে তা বিবেচনা করবে।
|