চীনের রেলওয়ে বিভাগ প্রথম পর্যায়ে পেইচিং-শাংহাই হাই স্পীড রেলওয়ে নির্মাণে ৫০ করার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি আয়োজিত একটি বীমা ফোরামে চীনের বীমা শিল্পের তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান উ ডিং ফু এই কথা বলেছেন।
দৃষ্টি-আকর্ষণী পেইচিং-শাংহাই হাই স্পীড রেলওয়ে নির্মাণের পরিকল্পনা চলতি বছরে শুরু হবে। ২০১০ সালে তা চালু হওয়ার কথা। এই পরিকল্পনায় মোট ১৩০ বিলিয়ন ইউয়ান পুঁজি বিনিয়োগ হবে। এটি হলো চীনের তিন-গিরিখাতের পর আরেকটি বড় পরিকল্পনা।
|