১১ জুন চীনের তৈরি প্রথম এইডস রোগের টিকার প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষায় অংশগ্রহণকারী ৪৯জন স্বেচ্ছাসেবকের ফেরত সাক্ষাত্কার সমাপ্ত হয়েছে । এতে করে প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষা অবাধে শেষ হয়েছে ।
এবারের টিকার ক্লিনিক্যাল পরীক্ষা ঘাঁটি- কুয়াং সি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের একজন কর্মকর্তা বলেছেন , বর্তমানে ক্লিনিক্যাল পর্যবেক্ষণের পরিসংখ্যান থেকে দেখা গেছে , সব বিষয় স্বাভাবিক রয়েছে ।
গবেষকরা ক্লিনিক্যাল পর্যবেক্ষণের পরিসংখ্যান ও পরীক্ষাগারের তথ্য অনুসারে প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল পর্যবেক্ষণের প্রতিবেদন প্রণয়ন করবেন এবং অনুমোদনের জন্যে জাতীয় খাদ্যবস্তু ও ওষুধপত্র তত্বাবধান ও ব্যবস্থাপনা ব্যুরোর কাছে পেশ করবেন । তারপর সিদ্ধান্ত নেয়া হবে যে , দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হবে কি না ।
উল্লেখ করা যেতে পারে যে, এইডস টিকার ক্লিনিক্যাল গবেষণা প্রধানত তিনটি পর্যায়ে বিভক্ত । তিনটি পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষা পাশ হলেই কেবল টিকা উত্পাদন ও ব্যবহার সম্ভব হবে ।
|