চীনে বিদেশী ছাত্রছাত্রী ও চীনে চাকরি জীবি বিদেশী উচ্চ পর্যায়ের প্রযুক্তিবিদ ও পরিচালকদের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে । বিদেশীদের চোখে চীন এখন লেখাপড়া ও চাকরির জন্যে আকর্ষনীয় দেশ হয়েছে ।
পরিসংখ্যান থেকে জানা গেছে , গত বছরে চীনে বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যা ১.৪ লাখ ছাড়িয়েছে , যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশী । গত বছরের শেষ নাগাদ প্রায় ১.৫ লাখ বিদেশী চীনে চাকরি করতে শুরু করেছেন । তারা প্রধানত জাপান , দক্ষিণ কোরিয়া , সিংগাপুর , যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশ থেকে এসেছে ।
বিশ্লেষকদের ধারণা , চীনের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল , অর্থনৈতিক উন্নয়ন দ্রুত , উচ্চ শিক্ষার মান অব্যাহতভাবে উন্নত হচ্ছে , চীনে বিদেশীদের লেখাপড়ার খরচ কম , এসব শর্ত বিদেশীদেরকে চীনে আকর্ষণ করেছে ।
|