তিনদিনব্যাপী ১৬তম বিশ্ব নারী শীর্ষ সম্মেলন ১০ জুন মিসরের রাজধানী কাইরোয় উদ্বোধন হয়েছে । ৩৫ সদস্যের চীনা নারী প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছে ।
মিসের প্রেসিডেন্টের স্ত্রী সুসান মুবারাক উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , রাজনৈতিক মহল বা শিল্প মহলে নারীরা অভূতপূর্ব দ্রুত সাফল্য অর্জন করেছেন । তবে বর্তমান পরিস্থিতিতে সত্যি সত্যি নারী ও পুরুষের সম-মর্যাদা প্রতিষ্ঠায় এখনো বিরাট দূরত্ব আছে ।
চীনা নারী প্রতিনিধিদলের সদস্য , চীনের জাতীয় নারী ফেডারেশনের ভাইস চেয়ারপারসন হুং থিয়েন হুয়েই সম্মেলনের আগে আয়োজিত নারী মন্ত্রীদের গোল টেবিল অধিবেশনে ভাষণ দেয়ার সময় বলেছেন , বর্তমানে চীনা নারীদের নিজদের উদ্যোগে ব্যবসা করার হার ১৯৯০ সালের চেয়ে ১৭ শতাংশ বেড়েছে । চীনের নারী শিল্পপতিদের সংখ্যা দেশের মোট শিল্পপতিদের ২০ শতাংশ । তিনি বলেছেন , ভবিষ্যতে চীন সরকার সার্বিকভাবে অপেক্ষাকৃত সচ্ছল সমাজ প্রতিষ্ঠার প্রক্রিয়ায় নারীদের উন্নয়ন ত্বরান্বিত করবে , ক্রমেই নারী ও পুরুষের পার্থক্য কমাবে এবং বিশ্বের নারী ব্রত ও মানবজাতির সাংস্কৃতিক উন্নয়নে আরো বেশি অবদান রাখার জন্য বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যৌথ প্রয়াস চালাবে ।
|