ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ১০ জুন রামাল্লায় তাঁর সই করা একটি আদেশে ঘোষণা করেছেন , আগামী ২৬ জুলাই ফিলিস্তিনে জাতীয় সমঝোতা ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত জেলবন্দী চুক্তির ওপর গণভোট অনুষ্ঠিত হবে ।
সঙ্গে সঙ্গে আব্বাস জোর দিয়ে বলেছেন , গণভোট কোনোমতেই লক্ষ্য নয় , বরং উপায় । যখন ফিলিস্তিন ক্রমবর্দ্ধমান কঠোর অসুবিধাজনক অবস্থার সম্মুখীন হচ্ছে , তখন বিভিন্ন পক্ষের উচিত সমঝোতার জন্যে সচেষ্ট হওয়া এবং এই চুক্তি সম্পর্কে একমত হওয়ার চেষ্টা করা । এরপর আব্বাস গাজায় পৌছে ফিলিস্তিনের স্বশাসন সরকারের প্রধানমন্ত্রী , হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন । তিনি বলেছেন , তাঁর নির্ধারিত গণভোট অনুষ্ঠানের তারিখের আগে যদি বিভিন্ন পক্ষ জেলবন্দী চুক্তি গ্রহণের ব্যাপারে একমত হয় , তাহলে তিনি গণভোট বাতিল করবেন ।
একই দিন হামাস তার সংগঠনের পক্ষ থেকে আবারো গণভোটের বিরোধিতার অধিষ্ঠান ব্যক্ত করেছে । হামাস বলেছে , ইসরাইল ফিলিস্তিনীদের বিরুদ্ধে তার সামরিক আগ্রাসন তীব্রতর করছে । এমন পরিস্থিতিতে হামাস কিছুতেই চাপে পড়ে তার নীতি ও জাতীয় অধিকার পরিত্যাগ করবে না এবং কোনোমতেই বিনাশর্তে ইসরাইলকে স্বীকৃতি দেবে না ।
|