চীনের কৃষিমন্ত্রী তু ছিংলিন ১০ জুন জানিয়েছেন , গ্রীস্মকালীনখাদ্যশস্য তোলার কাজ আর আবহাওয়ার আনুকূল্যে এ বছরে চীনের গ্রীস্মকালীন খাদ্যশস্যের ফলন ভাল হবে বলে অনুমান করা হয়েছে ।
তু ছিংলিন বলেছেন , এ বছরে চীনের গ্রীস্মকালীন খাদ্যশস্য ক্ষেতের আয়তন স্থিতিশীল বেড়ে যাওয়ায় উন্নত মানের গম ক্ষেতের আয়তন মোট আয়তনের অর্ধেকেরও বেশি হবে বলে অনুমান করা যাচ্ছে । তিনি সঙ্গে সঙ্গে জোর দিয়ে বলেছেন , গ্রীস্মকালীন খাদ্যশস্য গোটা বছরের খাদ্যশস্যের উত্পাদন পরিমানের মাত্রএক-পঞ্চমাংশ । খাদ্যশস্যের বেশির ভাগ শরত্কালে উত্পাদিত হয় । এ বছর চীনের খাদ্যশস্যের উত্পাদন বহু অসুবিধার সম্মুখীন । বিশেষ করে খরা ও বন্যার দুর্যোগ এবং কীটপতঙ্গের পরিস্থিতি অত্যন্ত কঠিন ।
চীন বিশ্বে বড়ু খাদ্যশস্য উত্পাদক ও ভোক্তাদেশ , চীনের খাদ্যশস্য ক্ষেতের আয়তন বিশ্বের মোট আয়তনের ২০ শতাংশেরও বেশি । গত বছরে চীনের খাদ্যশস্যের উত্পাদন পরিমান ৪৮০ বিলিয়ন টন ছাড়িয়েছে । সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার কৃষিজমি রক্ষা , কৃষিকর মওকুফ করা প্রভৃতি ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে বলে কৃষকদের জমিচাষের সক্রিয়তা বেড়েছে ।
|