৯ জুন গাজা অঞ্চলে ইস্রাইলী যুদ্ধ জাহাজের গোলা বর্ষণেবেশ কয়েকটি শিশু সহ ৯জন নিহত আর ত্রিশাধিক জন আহত হয়েছেন । একই দিন জাতিসংঘ মহাসচিব আনান সহ বিভিন্ন পক্ষ পরপর ইস্রাইলের এই সহিংস তত্পরতার নিন্দা করেছেন ।
ফিলিস্তিন ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ইস্রাইলী বাহিনীর নিরীহ ফিলিস্তিনী নাগরিকদের হত্যা করার আচরণের নিন্দা করেছেন । তিনি বলেছেন , ইস্রাইলী বাহিনীর আচরণ ছিল রক্তাক্তহত্যাকান্ড । তিনি যুক্তরাষ্ট্র , ই ইউ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যেঅনতিবিলম্বে এতে হস্তক্ষেপ করার আহবান জানিয়েছেন । ফিলিস্তিন স্বশাসন সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াও গাজায় বলেছেন , ইস্রাইলীবাহিনীর আচরণ পুরোপুরিই যুদ্ধাপরাধের শামীল ।
একই দিন আনান তার মুখপাত্রের মাধ্যমে এক বিবৃতি দিয়ে নিরীহ নাগরিকদের হত্যাকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন । বিবৃতিটি সংশ্লিষ্ট পক্ষকে সার্বিকভাবে ঘটনাটি তদন্ত চালাতে তাগিদ দিয়েছে ।
মিসরও একই দিন এক বিবৃতিতে ইস্রাইলীবাহিনীর এই সহিংস তত্পরতার নিন্দা করেছে ।
ইস্রাইলীবাহিনী সঙ্গেসঙ্গে এক বিবৃতি দিয়ে ঘটনাটির জন্যে দুঃখ প্রকাশ করেছে । ইস্রাইলীবাহিনীর চীফ অব দি জেনারেল স্টাফ ডেন হালুতজ ঘটনাটি স্পষ্ট তদন্ত না করা পর্যন্ত গাজা অঞ্চলে বোমাবর্ষণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন ।
|