১০ জুন হচ্ছে চীনের প্রথম সাংস্কৃতিক পুরাকীর্তি দিবস । চীনের বিভিন্ন স্থানে দুর্লভ পুরাকীর্তি প্রদর্শনী , মূল্যবান প্রাচীন বইপত্র প্রদর্শনী , জাতীয় পোশাক প্রদর্শনী ও চীনা ঐতিহ্যিক ওষুধপত্র প্রদর্শনী সহ কতকগুলো গুরুত্বপূর্ণ প্রদর্শনী অনুষ্ঠিত হয় । এসব প্রদর্শনীতে জনসাধারণের কাছে চীনের সাংস্কৃতিক পুরাকীর্তি সংরক্ষণের ক্ষেত্রে পাওয়া সাফল্য ও বিদ্যমান সমস্যা দেখানো হয় যাতে জনগণের সাংস্কৃতিক পুরাকীর্তি সংরক্ষণের সচেতনতা বাড়ানো যায় ।
গত বিশ বাইশ বছরে চীনের অর্থনীতির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে সারা দেশে নগরায়নের জোয়ার বয়ে যায় । ফলে চীনের সাংস্কৃতিক পুরাকীর্তি সংরক্ষণের কাজ বৃহত্তর চ্যালেঞ্জের সম্মুখীণ হচ্ছে । গত কয়েক বছরে চীন সরকার পরিপূর্ণভাবে এই কাজের গুরুত্ব ও আশু প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে এবং এই ক্ষেত্রে তার সমর্থন জোরদার করেছে । গত বছরের শেষ নাগাদ চীন সরকার প্রতি বছরের জুন মাসের দ্বিতীয় সপ্তাহের শনিবারকে দেশের সাংস্কৃতিক পুরাকীর্তি দিবস হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে ।
|