চীন ও কিরগিজস্তানের রাষ্ট্রপ্রধানরা গত শুক্রবার পেইচিংয়ে " চীন-কিরগিজস্তান যুক্ত বিবৃতি" স্বাক্ষর করেন । বিবৃতিতে ঘোষণা করা হয়েছে , উভয় পক্ষ কোনো তৃতীয় দেশকে স্ব স্ব দেশের ভূখন্ড ব্যবহার করে অপর পক্ষের জাতীয় সার্বভৌমত্ব , নিরাপত্তা ও ভুভাগীয় অখন্ডতার ক্ষতি করতে দেবে না এবং স্ব স্ব ভূভাগে অপর পক্ষের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভুভাগীয় অখন্ডতার ক্ষতি সাধনকারী কোনো সংগঠন ও সংস্থা প্রতিষ্ঠা করতে দেবে না ।
বিবৃতিতে কিরগিজস্তান আবারো ঘোষণা করে যে, সে এক চীনের নীতি অনুসরণ করবে , সব ধরণের তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করবে এবং আন্তর্জাতিক সংগঠনে তাইওয়ানের অংশগ্রহণের বিরোধিতা করবে যে সংগঠনে কেবল সার্বভৌম দেশগুলো অংশ নিতে পারে । কিরগিজস্তান তাইওয়ানের সঙ্গে কোনো রকম সরকারী সম্পর্ক স্থাপন করবে না এবং সরকারী যোগাযোগ চালাবে না । চীন কিরগিজস্তানের এই নীতিগত অধিষ্ঠনের ভূয়সী প্রশংসা করে ।
|