|
 |
(GMT+08:00)
2006-06-09 19:53:45
|
চীন আর কিরগিজস্তানের মধ্যে সুষ্ঠ সম্পর্ক বিদ্যমান
cri
৯ জুন পেইচিংএ চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কু আর প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও আলাদা আলাদাভাবে চীন সফররত কিরগিজস্তানের প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েফের সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাত্কালে চেয়ারম্যান উ পাং কু বলেছেন, নিজ নিজ দেশের গণতান্ত্রিক আইনের গঠন কাজ ত্বরান্বিত করার ব্যাপারেচীনের জাতীয় গণ কংগ্রেস কিরগিজস্তানের সঙ্গে পরস্পরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে চায়। তিনি বলেছেন, দু'দেশের সংসদের মধ্যে আদান-প্রদান আর সহযোগিতা জোরদার করা দু'দেশের জনগণের মধ্যে পারস্পরিক সমঝোতা আর মৈত্রী জোরদারের জন্য অনুকুল। সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেছেন, চীন আর কিরগিজিস্তানের মধ্যে সম্পর্ক ভাল। দু'দেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ।কিরগিজস্তানের প্রেসিডেন্ট বলেছেন, কিরগিজস্তান স্বাধীন হওয়ার পর থেকে চীনের কাছ থেকে সবর্দাই সমর্থন আর সাহায্য পেয়ে এসেছে। কিরগিজস্তান চীনকে কিরগিজস্তানে অর্থনৈতিক গঠনকাজে সক্রিয়ভাবে অংশ নিতে স্বাগত জানায়। তিনি আশা করেন, আর্থ-বাণিজিক ক্ষেত্রে দু'দেশের যোগাযোগ জোরদার হবে।
|
|
|