চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী হো য়া ফি ৯ জুন পেইচিংএ বলেছেন, চীন অব্যাহতভাবে আফ্রিকান দেশগুলোকে যথাসাধ্য সাহায্য দেবে। তিনি বলেছেন, ৫০ বছর আগে চীন আর আফ্রিকান দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় ধরে চীন আফ্রিকান দেশগুলোর কাছে বিভিন্ন ধরনের সাহায্য দিয়ে এসেছে। চীন আফ্রিকান দেশগুলোর সঙ্গে প্রায় ৯০০টি সহায়তা প্রকল্প চালিয়েছে। আফ্রিকান দেশগুলোর জনসাধারণের চাহিদার ভিত্তিতে এ সব সহায়তা প্রকল্প চালু হয়েছিল। যেমন গত শতাব্দীর সত্তর দশকে তানজানিয়ায় চীনের নির্মিত রেলপথ চীন আর আফ্রিকার মধ্যে মৈত্রীর মাইফলক হিসেবে গণ্য করা হয়। ২০০৫ সাল নাগাদ চীন আফ্রিকান দেশগুলোর কাছে প্রায় ১৬ হাজার পার্সন টাইম চিকিত্সা দল পাঠিয়েছে।
উল্লেখ্য চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও আগামী ১৭ থেকে ২৪ জুন পযর্ন্ত মিসর, গানা, কংগো , আংগোলা, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া আর উগান্ডায় আনুষ্ঠানিক সফর করবেন।
|