v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-09 19:00:04    
চীনে নতুন গ্রামাঞ্চল গড়ে তোলার একজন শ্রেষ্ঠ পথনির্দেশক

cri
    লিউ ছুন হাই , চীনের কমিউনিস্ট পার্টির একজন সাধারণ সদস্য । উত্তর চীনের থিয়েন চিন মহানগরীর পেইছুন ডিস্ট্রিক্টের সুয়াং চে থানার সুয়াং চে গ্রামের পার্টির সম্পাদক নিযুক্ত হওয়ার পরবর্তী ১০ বছরের মধ্যে তিনি পুরোপুরিভাবে পার্টি-সদস্যের আদর্শমূলক ভূমিকা পালন করেছেন । তার পথনির্দেশনায় সুয়াং চে গ্রাম একটি বিখ্যাত স্বচ্ছল গ্রামে পরিণত হয়েছে । এই ক্ষেত্রে লিউ ছুন হাই যে অবদান রেখেছেন , তা সম্পূর্ণভাবে গ্রামবাসীদের মনে রেখাপাত করেছে । গ্রামবাসীরা বলেন যে , গ্রামে লিউ ছুন হাই ছাড়া এই সব অগ্রগতি অর্জন করা অসম্ভব ।

    ১৯৯৭ সালে যখন লিউ ছুন হাই পার্টি সম্পাদক নিযুক্ত হন , তখন গ্রামের উত্পাদন আর অর্থনীতি খুব অনুন্নত ছিল । অর্থনীতির উন্নয়ন মন্থর ছিল । গ্রামের ৮টি শিল্প প্রতিষ্ঠানের অবস্থা ভাল ছিল না , গণ-কল্যাণ ব্যবস্থা পিছিয়ে ছিল , গ্রামের পরিবেশ নোংরা ছিল , প্রশাসনিক ব্যবস্থাপনা বিশৃঙ্খল , চুরি-ডাকাতি গুরুতরভাবে বিরাজমান ছিল আর প্রায় সব কিছু অরাজকতায় ভরা ছিল ।

    গ্রামের কারাদন্ডমুক্তএকজন লোক গ্রামের প্রধান হতে চেয়েছিল । সে এমন কি এই হুমকি দিয়েছে যে , সে ছাড়া কারো গ্রামের প্রধান হওয়া চলবে না । তখন গ্রামবাসীরা লিউ ছুন হাইকে গ্রামের প্রধান পদ ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছেন । কিন্তু তিনি কুলোকের ভয় প্রদর্শনের সামনে ভীত হন নি , তিনি একটুও পিছু হটেন নি । তিনি এই অঙ্গীকার করেছেন যে , গ্রামের প্রধান হিসেবে তিনি কোনো মতেই দায়িত্ব পরিত্যাগ করবেন না । স্বচ্ছল গ্রাম গড়ে তুলতে তাকে গ্রামবাসীদের পথনির্দেশনা দিতে হবে । আগে গ্রামে বিদ্যুতের ফি জমা দেয়া খুব কঠিন ছিল । তিনি আর গ্রামের অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিদের মিলিত প্রচেষ্টায় এই সমস্যা নিরসন করা হয়েছে । গ্রামের পরিবেশ আর শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিবর্তনের কাজও সুষ্ঠুভাবে নিষ্পত্তি করা হয়েছে । ফলে গ্রামবাসীদের মনে তার মর্যাদা অনেক উন্নত হয়েছে । গ্রামবাসীরা বলেন যে , লিউ ছুন হাই দেখতে শান্ত ও ভদ্র । কিন্তু আসলে তিনি দক্ষ আর চিন্তাশীল ।

    ১৯৯৯ সালে গ্রামের কৃষি জমি সরকারীভাবে ব্যবহারের জন্য অর্থনৈতিক ক্ষতিপূরণ হিসেবে সরকারের কাছ থেকে ২ কোটি ইউয়ানেরও বেশি ভাতা পাওয়া গেছে । এই ক্ষতিপূরণের ভাতা কেমন করে ব্যবহৃত হবে , সে ক্ষেত্রে গ্রামবাসীরা বিভিন্ন মতামত প্রকাশ করেছেন । কেউ কেউ এ সব ভাতা ব্যাংকে সঞ্চয় করা , কেউ কেউ তা মাথাপিছু বন্টন করা আর বাকী লোকেরা তা যৌথ পুঁজি হিসেবে বিনিয়োগ ব্যবহার করার মত প্রকাশ করেন । তখন লিউ ছুন হাই খুব দ্বিধায় ছিলেন । গ্রামে ১ হাজার ৪ শতাধিক কৃষক আছেন । এই সব ভাতা বন্টন করলে প্রত্যেকে কয়েক ডজন হাজার ইউয়ান করে পাবেন । যৌথ পুঁজিবিনিয়োগের ক্ষেত্রে তা ব্যবহার করলে বিফলও হতে পারে । অবশেষে তিনি আরো বিরাট উন্নয়ন অর্জন করার জন্য গ্রামবাসীদের পথনির্দেশনা করবেন বলে স্থির করেন । গ্রামের ক্যাডার আর পার্টি-সদস্যদের সমর্থনে তিনি সাড়ে ৪ কোটি ইউয়ান পুঁজিবিনিয়োগ করে থিয়েন চিন শহরে প্রথম গ্রাম-পর্যায় শিল্প এলাকা গড়ে তুলেছেন । এখন এই শিল্প এলাকায় ফ্রান্স , ইটালীসহ ন'টি চীন ও বিদেশী যৌথ-পুঁজিবিয়োজিত শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে । এই সব শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রি মূল্য ৪০ কোটি ইউয়ানেরও বেশি । শিল্প প্রতিষ্ঠানের ভাড়া হিসেবে সুয়াং চে গ্রাম বছরে ৫৮ লক্ষ ইউয়ান আয় করে । গ্রামবাসীদের মনে লিউ ছুন হাই ভীতিহীন পথনির্দেশকের মর্যাদা পেয়েছেন ।

    গত কয়েক বছরে সুয়াং চে গ্রামবাসীদের জীযনযাত্রার মান অনেক উন্নত হয়েছে । তারা বলেন , লিউ ছুন হাই একজন কর্মঠ ও সাধু ক্যাডার । তিনি গ্রামের প্রতিটি শিল্প প্রতিষ্ঠানের জন্য কর্মপ্রচেষ্টা চালিয়েছেন , কিন্তু এ সব শিল্প প্রতিষ্ঠানে তার একটু শেয়ারও নেই । গ্রামে কয়েক কোটি ইউয়ান বার্ষিক আয়ের মধ্যে তার পরিশ্রম অন্তর্ভুক্ত। কিন্তু তিনি কারো চেয়ে একটু বেশি আয় অর্জন করেন নি ।

    আয়ের আকর্ষণে তিনি বরাবরই একজন পার্টি সদস্য হিসেবে ভদ্রতা বজায় রাখেন । তিনি সংবাদদাতাকে বলেছেন , গ্রামবাসীরা আমাকে পার্টি সম্পাদক নির্বাচন করেছেন , আমাকে তাদের স্বার্থ ও সুখের জন্য প্রচেষ্টা চালাতে হবে । এই পদ ও ক্ষমতা কাজে লাগিয়ে ব্যক্তিগত স্বার্থ অর্জন করতে পারি না ।

    একজন সাধু ও দুর্নীতিমুক্ত ক্যাডার হওয়ার জন্য তিনি নিজে মেনে চলা তিনটি নিয়ম প্রণয়ন করেছেন । এই তিনটি নিয়ম অনুযায়ী , তিনি সর্বোচ্চ বেতন পান না , সবচেয়ে ভাল বাড়িতে থাকেন না আর একাগ্রচিত্তে গ্রামবাসীদের স্বার্থের জন্য প্রচেষ্টা চালান । কয়েক বছর আগে তার প্রভাব ও মর্যাদা কাজে লাগিয়ে ব্যবসা বাড়ানোর জন্য বেশ কয়েকজন বাড়ি ঘর নির্মাণ ব্যবসায়ী তাকে চেয়েছেন । তবে লিউ ছুন হাই বন্ধুদের প্রীতিকর সুপারিশ ও পরামর্শ প্রত্যাখ্যান করেছেন । তিনি বলেছেন , গ্রামের প্রধান হিসেবে তার যাবতীয় স্বার্থ গ্রামবাসীদের সংগে নিবিড় সম্পর্কিত । আমার যাবতীয় প্রাণ শক্তিও সুয়াং চে গ্রামের । আয় ও টাকা-পয়সার ওপর অতিরিক্ত গুরুত্ব দিলে জনসাধারণের মনে আমার মর্যাদা ও ভাবমূর্তি দুর্বল হয়ে যাবে ।

    গ্রামে প্রতিটি প্রকল্প গড়ে তুলতে হলে লিউ ছুন হাইয়ের পরিচালনায় উন্মুক্তভাবে টেন্ডার আহবান ও গ্রহণের ব্যবস্থা চালু করা হয় । ব্যবসায়ীরা গ্রামের কাছে নির্মাণ সামগ্রী বিক্রয় করার জন্য তার অনুমোদন প্রয়োজন । সুতরাং সবাই তার সংগে সুসম্পর্ক গড়ে তুলতে চান । কিন্তু তিনি কখনো পরিবার পরিজন , বন্ধু বান্ধবের জন্য ক্ষমতা অপব্যবহার করেন নি আর ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে আয় অর্জন করেন নি । সুয়াং চে গ্রামে কয়েক ডজন উচ্চ অট্টালিকা নির্মাণ করা হয়েছে । এতে কয়েক লক্ষ টন রড ও ইস্পাত ব্যবহৃত হয়েছে । তার একজন আত্মীয় রড ও ইস্পাতের ব্যবসা করেন । কিন্তু লিউ ছুন হাই তাকে কোনো অগ্রাধিকার দেন নি ।

    লিউ ছুন হাইয়ের প্রভাব আর পরিচালনায় বহু বছর ধরে গ্রামের প্রত্যেক ক্যাডার আর পার্টি সদস্য কড়াকড়িভাবে শৃঙ্খলা মেনে চলেন আর কখনো ক্ষমতার অপব্যবহার করেন নি ।

    জনসাধারণের পরিসেবা করা , তাদের দুঃখ-কষ্ট কাটিয়ে উঠা আর স্বার্থ অর্জনের জন্য নিরলস প্রচেষ্টা চালানো লিউ ছুন হাইয়ের দার্শনিক ধারণা । তিনি বলেছেন , তিনি কৃষকের সন্তান , গ্রামবাসীদের অসুবিধা তার অসুবিধা আর তাদের সুখ তার সুখ ।

    তিনি সংবাদদাতাকে বলেছেন , অদূর ভবিষ্যতে সুয়াং চে গ্রামকে পরিপাটি আর পরিষ্কার-পরিছন্ন সবুজ পরিবেশ সুরক্ষাসম্পন্ন একটি নতুন গ্রামাঞ্চল হিসেবে নির্মাণ করা হবে । এই গ্রাম সুবিধাজনক ও উচ্চ ফলপ্রসূ পরিসেবা পরিবেশ , মানুষের আস্থা ও আন্তরিকতা আর নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে সমৃদ্ধ হবে।