বিশ্বকাপ ফুটবল জার্মানী--২০০৬ স্থানীয় সময় ৯ জুন জার্মানীতে উদ্বোধন হওয়ার কথা। চীনের জাতীয় পুরুষ দল এবারকার প্রতিযোগিতায় অংশ নেয় নি, তবুও চীনা ফুটবল ফ্যানরা বিশ্বকাপের জন্যে উত্সাহী।
চীন ও জার্মানীর মধ্যে ৬ ঘন্টার সময়ের ব্যবধান। কিন্তু অধিকাংশ চীনা ফ্যানরা টিভির মাধ্যমে গভীর রাতে বিশ্বকাপপ্রতিযোগিতার সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান দেখবেন। তাঁদের সমর্থিত ফুটবল দলের মধ্যে রয়েছে, ব্রাজিল, ইতালি, স্পেন, আর্জেনন্টিনা। তাঁরা উল্লেখিত দলগুলোকে নিজের দল হিসেবে ভালোবাসেন।
চীনা ফ্যানরা বিভিন্ন ধরণের খাত থেকে আসেন। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও সম্প্রতি সফররত এবারকার বিশ্বকাপের স্বাগতিক দেশ, অর্থাত্ জার্মানীর চ্যান্সেলর অ্যানজেলা মের্কেলের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, তিনি একজন ফুটবল ফ্যান।
এবারকার বিশ্বকাপ ৯ জুলাই সমাপ্ত হবে। প্রতিযোগিতা জার্মানীর ১০টি শহরে অনুষ্ঠিত হবে। মোট ৩২টি দেশের ফুটবল দল অংশ নেবে। ইতিহাসে চীনের দল শুধু ২০০২ সালে বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
|