|
 |
(GMT+08:00)
2006-06-09 18:24:28
|
 |
১৮তম বিশ্ব কাপ ফুটবল প্রতিযোগিতা জার্মানীতে শুরু
cri
স্থানীয় সময় ৯ জুন বিকাল ৪টা ২৩ মিনিটে ১৮তম বিশ্ব কাপ ফুটবল প্রতিযোগিতা জার্মানীর মিউনিখ স্ট্যাডিয়ামে উদ্বোধন হওয়ার কথা। জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠান মাত্র ৩২ মিনিট । অল্প সময় হলেও এবারকার আয়োজক জার্মানী তার সুদীর্ঘ কালীণ সভ্যতা আর আধুনিক সংস্কৃতি বিশ্বের কাছে প্রদর্শন করতে চান। এক হাজারাধিক লোকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। তাদের মধ্যে অধিকাংশ হল স্বেচ্ছাসেবক।বন্দোবস্ত অনুযায়ী, বিকাল ৪টা ৩৬ মিনিটে প্রথমে ২৪জন জার্মানী সুন্দরী মাঠে প্রবেশ করবেন। তারপার উপস্থাপক হোরকিউলেস কাপ মাঠে প্রবেশের কথা ঘোষণা করবেন। এ সব অনুষ্ঠান শেষ হওয়ার পর, উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে উত্তেজনাকর অংশ শুরু হবে। বিশ্ব কাপের প্রাক্তন চ্যাম্পীয়ন দলের ১৫৮জন সদস্য সংগীতের সঙ্গে মাঠে প্রবেশ করবেন। তারা হলেন ১৯৬৬ সালের বিশ্ব কাপ চ্যাম্পীয়ন দল ব্রিটেন দল. ১৯৯৮ সালের বিশ্ব কাপ চ্যাম্পীয়ন দল ফ্রান্স দল, ১৯৩০ আর ১৯৫০ সালের বিশ্ব কাপ চ্যাম্পীয়ন দল উরুগুয়ে দল, দু বার চ্যাম্পীয়ন দল আর্জেন্টিনা, তিন বার চ্যাম্পীয়ন দল ইতালি আর জার্মানী , আর সবশেষটি হল পাঁচ বার চ্যাম্পীয়ন দল ব্রাজিল। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর জার্মান দল আর কোস্টারিকা দলের মধ্যে খেলা হবে।
|
|
|