৯ জুন চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের দূষণ নিয়ন্ত্রণ বিভাগের উপপ্রধান চাও হুয়া লিং পেইচিংয়ে বলেছেন , চীন পানীয় জলের উত্পত্তি স্থলের পরিবেশ রক্ষার ব্যবস্থা নেবে ।
তিনি আরো বলেছেন , বর্তমানে উত্পাদন থেকে নিসৃত ও নাগরিকদের জীবনের ময়লা পানি ও গ্যাস আর রাসায়নিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর নিসৃত বিষাক্ত গ্যাস ও দূষিত পানি চীনের পানীয় জলের উত্পত্তি স্থলের পরিবেশ রক্ষার ব্যাপারে গুরুতর চ্যালেঞ্জে হয়ে দাড়িয়েছে । তিনি আরো বলেছেন , পরবর্তীকালে চীনের শহরাঞ্চলে নাগরিকদের পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নাগরিকদের পানীয় জলের বিকল্প উত্সের ব্যবস্থা করা হবে , পানীয় জলের উত্পত্তি স্থানে দূষিত পানি নিঃসরন নিষিদ্ধ করা হবে , মত্স চাষের পুকুরগুলোতে পানি দূষণ রোধের ব্যবস্থা নেয়া হবে এবং পানি দূষণ ঘটনা প্রতিরোধ ও মোকাবেলার জরুরী ব্যবস্থা জোরদার করা হবে ।
|