৮ জুন চীনের মোটর গাড়ী শিল্প সমিতির একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , এ মাসের প্রথম পাঁচ মাসে চীনের মোটর গাড়ী উত্পাদন গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ৩২ শতাংশ বেড়ে ৩০ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে । একই সময় মোটর গাড়ীর বিক্রি ২৯.৭ লাখ ছাড়িয়েছে , এটা গত বছরের অনুরূপ সময়ের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশী।
বিশেষজ্ঞদের মতে , সাম্প্রতিক বছরগুলোতে চীনের মোটর গাড়ীর বাজার ক্রমেই বিস্তৃত হচ্ছে , মোটর গাড়ী শিল্প চীনের জাতীয় অর্থনীতির প্রধান শিল্পে পরিণত হয়েছে । কিন্তু মোটর গাড়ী শিল্পের প্রসারকে সীমিত করার উপাদান এখনও আছে , যেমন স্বকীয় উদ্ভাবনের শক্তি দুর্বল , শিল্পপ্রতিষ্ঠানের আকার ছোট , চীনের তৈরী মোটর গাড়ীর আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার শক্তি দুর্বল , বেশীর ভাগ গাড়ী চীনে বিক্রি হয় ইত্যাদি ।
|