সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই মাসের পালাক্রমিক সভাপতি, জাতিসংঘে ডেনমার্কের স্থায়ী প্রতিনিধি মার্গ্রেথ ভেস্টাগার্ ৬০তম জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের চেয়ারম্যান জান এলিয়াসনকে পাঠানো একটি চিঠিতে বলেছেন, জুলাই মাসের প্রথম দিকে নিরাপত্তা পরিষদ জাতিসংঘের পরবর্তী মহাসচিব নিয়োগ নিয়ে আলোচনা করবে।
৮ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের মুখপাত্র এই চিঠি প্রকাশ করেছেন। চিঠিতে মার্গ্রেথ বলেছেন, জুলাই মাসের প্রথম দিকে নিরাপত্তা পরিষদ জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের জন্য নিরাপত্তা পরিষদের কাছে জাতিসংঘের সদস্যদেশের উপস্থাপিত প্রার্থী নিয়ে আলোচনা করবে।
চিঠিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদ সংলাপে বিশ্বাস করে। পরবর্তী মহাসচিব বাছাইয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করবে। জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের চেয়ারম্যানের মাধ্যমে নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সকল সদস্যদেশকে পরবর্তী মহাসচিব নির্বাচনের অবস্থা সম্পর্কে জানাবে।
|